কে হবেন নগর পিতা? বোঝা যাবে আরো কিছুদিন পর। মেয়র পদপ্রার্থীরা প্রচারণায় ব্যতিব্যস্ত। এখানেওখানে ছুটে যাচ্ছেন। তাদের মুখচ্ছবি ছাপা পোস্টারে ছেয়ে যাচ্ছে নগরী। পোস্টার কীভাবে কোথায় লাগানো দরকার যেন নগরী অসুন্দর না লাগে, তার কোন নীতিমালা আছে কি? নিশ্চয়ই মেয়র যিনি হবেন, তিনি জানবেন।
ছবিটি রবিবার বিকেলে উত্তরার জসিমউদ্দীন রোড থেকে নেয়া।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
পোস্টার যেখানেই লাগাক! উহা বাতাসে উড়ুক আর বৃষ্টিতে ভিজুক! আপাতত ইহা নিয়ে টেনশনে নাই। টেনশনে আছি ইলিশ মাছ কেনা নিয়ে! অরজিনাল মাছ ভাজা দিয়ে পান্তা খামু; না ভাজা মাছের ছবি দেইখা পান্তা খামু? তা নিয়ে!
তয় সাইদ খোকনের মার্কাটা কিন্তু চরম পছন্দ হইছে ‘ইলিশ মাছ’!
ইস! একটা পাঠিয়ে দিলে একটা ‘জ্বাল’ ভোটের রিক্স নিতাম! আর দুইটা পাঠালে দুইটা! 😀
— শুভ নববর্ষ! শুভ হোক ১৪২২ সাল! সমৃদ্ধি বয়ে আনুক আপনার জীবনে; দেশে!
৩০ শে চৈত্র, ১৪২১ সাল।
আইরিন সুলতানা বলেছেনঃ
প্রতীক নিয়ে এবার প্রতীকী মজাই বেশি হয়েছে। মগ, কেটলি, এসব প্রতীকের কী আদর্শ রয়েছে আসলে? নাকি যেহেতু মেয়র দলীয় পদ নয়, তাই নির্বাচন হয়ে গেলে এরপর আর প্রতীকের গুরুত্ব থাকে না, এই ভেবেই কি বেশির ভাগ গল্পহীন প্রতীক বরাদ্দ দেয়া হলো?
বৈশাখের ঝড়বৃষ্টিতে পোস্টার প্রচারণায় একটা দারুণ সংযোজন হয়েছে… অনেক জায়গায় দেখলাম, পোস্টার লেমেনেশন করে ঝুলানো হয়েছে আর নয়তো পোস্টার মাপে প্লাস্টিক ব্যগে ভরে ঝুলানো হয়েছে। এখন বৃষ্টি হলেও… পোস্টার থাকতে চকচকে…
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
রাস্তায় দেখলাম মিষ্টি লাউ, কাঁটা চামচ নিয়ে মিশিল হইতেছে। আমার খালি স্যাটায়ার লিখতে ইচ্ছে করতেছে! ভাবছি এবার ‘বাস’ নিয়ে একখান লিখমু!
— কার কোন মার্কা? বোঝাটা কিন্তু ক্রমেই জটিল হইয়া যাইতেছে কইলাম! কে যে কার মিশিল করতেছে সেটাও বুঝতে পারতেছি না! সবশেষে, কে যে কার ভোট পাবে সেটাও ধুলায় অন্ধকার!
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
রাস্তায় থেকে ভেসে আসা শব্দে ‘মাইকিং’ শুনতেছি-
ভোরের পাখি দিচ্ছে ডাক
জাহান ভাই ভোট চায়।
ভোট চাই ভোটারের
দোয়া চাই সকলের!
ভায়েরা আমার, আগামী ২৮ তারিখে জাহান ভাইকে ‘টিফিন কেরিয়ার’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন।
ভায়েরা আমার >>>