বেহাল বর্জ্যব্যবস্থাপনায় দুর্গন্ধময় নগরগলি

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 7 July 2015, 06:37 PM
Updated : 7 July 2015, 06:37 PM

দুয়ারিপাড়া থেকে রূপনগর বাসস্ট্যান্ড এর প্রায় নিকটে রাস্তার পাশটায় বর্জ্যের পাহাড় অথবা বর্জ্যের ছড়াছড়ি।  উৎকট দুর্গন্ধময় বাতাস ভেদ করে চলাচলকালে নি:শ্বাস বন্ধ করে থাকতে হয় নাগরিকদের। ওইটুকু স্থান পাড় হওয়া একটি বিভীষিকা! ঢাকায় উত্তর-দক্ষিণ মিলিয়ে দু'জন নগরপিতা নির্বাচিত হলেন। তাদের নাকের নীচে এই দুর্গন্ধ পৌঁছানোর ব্যবস্থা না করা গেলে বর্জ্য অব্যবস্থাপনা চিত্রের পরিবর্তন হবে না।

তারিখ: ছবিটা ৭ জুলাই তোলা। তবে দুর্গন্ধ দুর্ভোগ প্রতিদিনের।