খেমাররুজ ট্রায়াল

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 17 May 2011, 08:01 AM
Updated : 17 May 2011, 08:01 AM

আগামি ২৭শে জুন ২০১১, খেমাররুজের অভিযুক্ত চার নেতার বিরুদ্ধে বিচারকার্য শুরু হবে। অভিযুক্ত চার জন হলেন, নুয়ান চিয়া, আয়োনগা সারি (সাবেক পররাষ্ট্রমন্ত্রী), আয়েঙ্গ থিরিথ (সাবেক সমাজকল্যাণমন্ত্রী), খিউ সামপান (সাবেক রাষ্ট্রপ্রধান)। খেমাররুজের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে

এটি দ্বিতীয় খেমাররুজ ট্রায়াল।প্রথম বিচারকার্য শুরু হয়েছিল ৩০ মার্চ ২০০৯ এবং সমাপ্ত হয়েছিল ২৭ নভেম্বর ২০০৯।

১৭ই এপ্রিল ১৯৭৫ এ খেমাররুজের উত্থান এবং ৭ই জানুয়ারি ১৯৭৯ পর্যন্ত খেমাররুজের বর্বর রাজত্বকাল বজায় ছিল।

১৯৯৮ সাল পর্যন্ত গণযুদ্ধের পরিণতি হিসেবে খেমাররুজের রাজনৈতিক এবং সামরিক কাঠামো ভেঙ্গে পড়ে।

বিভিন্ন তথ্য থেকে জানা যায়, ১.৭ মিলিয়ন থেকে ৩ মিলিয়ন মানুষ নিহত হয় খেমাররুজ বাহিনীর নির্যাতনে