তৎকালিন দৈনিক পাকিস্তান পত্রিকায় প্রকাশিত খবর; ১৯৭০ সালের ১৮ই জুন পশ্চিম পাকিস্তানে এক সংবর্ধনায় জামায়াত নেতা গোলাম আযম বলেন,
উর্দু পাক ভারত উপমহাদেশের মুসলমানদের সাধারণ ভাষা।
গোলাম আযম আরো বলেন, ৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের সময় তিনি তাতে যোগ দিয়েছিলেন। কিন্তু তা ভুল হয়েছিল।


সত্যভাষী - সিঙ্গাপুর বলেছেনঃ
ধন্যবাদ আইরিন। আমি আপনার আমন্ত্রন রক্ষা করলাম।
আপনার কাছে আরও প্রমান থাকলে তা পোষ্ট করা অব্যাহত রাখুন। আর জামায়াত-বিএনপির নিয়োগ প্রাপ্ত কর্মী পুস্পিতাকে এর সদু্ত্তর দিতে বলুন।
আসলে ঐ গ্রুপ কখনও বিচার হোক তা চায়না। এজন্য বিচার মানি তালগাছ আমার এ বলে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত।
তাই তাদের জামায়াত এককালে শহীদ মিনারকে নিয়া উপহাস করত, মুক্তিযোদ্ধাদের উপহাস করত এখন আবার সম্বর্ধনা দেয় (এখনও করে , যা আনুষ্ঠানিকতা তা শুধু লোক দেখানোর জন্য) ইত্যাদি ভন্ডামী। সেই ভন্ড নায়করা আবার মুক্তিযুদ্ধের ইতিহাসও লিখে ফেলেছে যা তাদের মুখপত্র দৈনিক সংগ্রাম, পাকিস্তানী পত্রিকা দৈনিক আমার দেশ, বিএনপির মুখপ্র দৈনিক দিনকাল, জামাতের অন্য পত্রিকা দৈনিক নয়াদিগন্ত, জামায়াতের টিভি চ্যানেল দিগন্ত টিভি, এছাড়া জামায়াত বিএনপির মদদ দাতা মিডিয়া শেল ও এনটিভ, আরটিভি, বৈশাখী, বাংলাভিশন সহ অন্যান্য টিভি চ্যানেলতো আছেই।
তাই আমাদের আরও সোচ্চার হতে হবে।
আইরিন সুলতানা বলেছেনঃ
প্রথমেই আপনাকে ব্লগ পরিবারের সদস্য হিসেবে সুস্বাগতম। আমন্ত্রণ রক্ষা করায় ভাল লাগছে।
গা-পিঠ বাঁচাতে অবশ্যই যুদ্ধাপরাধী এবং তাদের সহযোগী ও সমর্থকরা নানা ফিকির করবেই। নির্বাচনের সময় যুদ্ধাপরাধীদের ভোট না দেয়ার ব্যাপারে যেমন গণজোয়ার তৈরী হয়েছিল, সেই ধারাটা রক্ষা করা আমাদের দ্বায়িত্ব। তাতে সরকারও তাদের অবশ্য কর্তব্য নিয়ে সচেতন থাকবে।
আপনিও লিখুন, জামাতি প্রগাগান্ডাগুলোকে ভেঙ্গে দিন।
ম, সাহিদ বলেছেনঃ
এই গু-আজমরার পক্ষের চামচারা কিন্তু ব্লগেও ঢুকে পরেছে,তাদের কাছ হইতে সাবধান।।
আইরিন সুলতানা বলেছেনঃ
জামাতি যুদ্ধাপরাধীরাও যেন স্বাধীনতার স্বপক্ষের মতবাদ থেকে সাবধান থাকে…! কারণ বিচারের ফাঁস তাদের গলায় পড়বে শীঘ্রই।
সত্যভাষী - সিঙ্গাপুর বলেছেনঃ
আপনি ঠিকই বলেছেন @ ম. সাহিদ……..এরা সর্বদা ১০০% সত্য বলে (!!!) যত মিথ্যা (!!!) অন্য সবাই বলে………
নাহুয়াল মিথ বলেছেনঃ
😎
আইরিন সুলতানা বলেছেনঃ
ভুল হয়েছিল: গোলাম আযম
বাসন্ত বিষুব বলেছেনঃ
গোলাম আযমকে যারা ভাষা সৈনিক বলে এ তথ্য তাদের অনেকেই জানে না।