৫২’র ভাষা আন্দোলনে যোগ দেয়া ভুল ছিল: গোলাম আযম

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 23 May 2011, 11:55 AM
Updated : 23 May 2011, 11:55 AM

তৎকালিন দৈনিক পাকিস্তান পত্রিকায় প্রকাশিত খবর; ১৯৭০ সালের ১৮ই জুন পশ্চিম পাকিস্তানে এক সংবর্ধনায় জামায়াত নেতা গোলাম আযম বলেন,

উর্দু পাক ভারত উপমহাদেশের মুসলমানদের সাধারণ ভাষা

গোলাম আযম আরো বলেন, ৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের সময় তিনি তাতে যোগ দিয়েছিলেন। কিন্তু তা ভুল হয়েছিল