মুজিবের ভাবাবেগে দেশ সংকটে: গোলাম আযম

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 24 May 2011, 06:18 AM
Updated : 24 May 2011, 06:18 AM

অক্টোবর ১৯৭১

বায়তুল মোকাররম প্রাঙ্গনে ঢাকা জামায়াতে ইসলামির উদ্যোগে আয়োজিত এক জমায়েতে ভাষণ দান করেন পূর্ব পাকিস্তান জামাত প্রধান গোলাম আযম।

গোলাম আযম বলেন,

নির্যাতিত নিপীড়িত বাঙালি মুসলমানদের যেটুকু উন্নতি হয়েছে তা পাকিস্তান হাসিলের পরই হয়েছে।

গোলাম আযম বলেন,

গত ২৪ বছরে কৃত যাবতীয় বেইনসাফী থেকে মুক্তির প্রত্যাশায় জনগণ নির্বাচনে ভোট দিয়েছিলেন। কিন্তু নির্বাচনে বিজয়ী দু'টো আঞ্চলিক দলেন নেতা জনগণের সে প্রত্যাশাকে বানচাল করে দিয়েছে।

গোলাম আযম বলেন,

পূর্ব পাকিস্তানে জনাব শেখ মুজিব এবং পশ্চিম পাকিস্তানে জনাব ভুট্টো বাদশা সাজবার হীন খায়েশ চরিতার্থ করতে গিয়েই জনগণের আশা-আকাঙ্খা নস্যাৎ করে দিয়েছেন এবং সাম্প্রতিক চরম সংকটের দিকে দেশকে ঠেলে দিয়েছেন।

গোলাম আযম মন্তব্য করেন,

দেশের পূর্বাঞ্চলে স্বীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ মুজিব দেশের অপর অঞ্চলের বিরুদ্ধে চরম ঘৃণা এবং বিদ্বেষের বীজ ছড়িয়েছেন।… … … শেখ মুজিবের ভাবাবেগে পরিচালিত ভূমিকার কারণে পূর্ব পাকিস্তানীরা তাদের অধিকার আদায়ের স্বর্ণ সোপান থেকে ছিটকে পড়তে বাধ্য হয়েছে