চন্দ্রিমা উদ্যানে অনেকগুলো বকুল গাছ আাছে। বিশাল। ঘন পত্রপল্লবে গোলাকার। এখন আর কেউ বকুল ফুল খোঁপায় গুঁজে না। অথবা হাতে জড়িয়ে নেশাসক্তের মত গন্ধ শুকে না! …তারপরও চন্দ্রিমাতে বকুল ফুল বেঁচে চলছে জীবনের সাথে বোঝাপড়া। ছবিটি ১৩ মে ২০১৬ তারিখ বিকেলে তোলা।
জীবিকাঃ বকুল ফুল বকুল ফুল
ক্যাটেগরিঃ ফটো
পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে।