‘সাহিত্য কুসংস্কারের জায়গা নয়’ – দেশজ কবি নুরুন্নাহার শিরীন

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 17 July 2016, 05:51 PM
Updated : 17 July 2016, 05:51 PM
ষাটে পদার্পণ করেও চিরসবুজ কবি নুরুন্নাহার শিরীন। তার জন্ম ১৯৫৬ সালের ৩১ জানুয়ারি। দেশাত্মবোধক কাব্যচর্চায় একনিষ্ঠ। স্বাধীনতার ইতিহাসকে শব্দে গেঁথে কথাসাহিত্যে করেছেন অমূল্য সংযোজন জনমনোকালকাহিনী। বাংলাদেশের সাহিত্যাঙ্গন ছাড়াও ওপার বাংলায় হয়েছেন সমাদৃত। এ যাবৎ তার ১৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। নির্বাচিত দেশজ কবিতা, জীবনপুঁথি তার উল্লেখযোগ্য প্রকাশনা।
 ***