শ্যামপুর গ্রামের গোলাপ বাগান

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 16 Sept 2016, 08:52 PM
Updated : 16 Sept 2016, 08:52 PM

মিরপুর বেড়িবাঁধ বটতলা পর্যন্ত পৌঁছে সময় নিয়ে ইতস্তত করেও ঘাটে গিয়ে ইঞ্জিন নৌকায় চড়ে বসলাম। ২০-২৫ মিনিট সময় লাগল গন্তব্যের ঘাটে ভিড়তে। এটা একটা গ্রাম। আড়ং  চলছে। চরকা। পেঁয়াজু। লাড্ডু। মুরলি। গ্রামের লোকে হাঁটতেই অভ্যস্ত। যাকেই জিজ্ঞেস করা হয়, তারা জানান গোলাপ বাগান সামনে। অটো রিকশাওয়ালারও একই কথা। হাঁটতে কতক্ষণ লাগবে? ১০ মিনিট। কী মনে করে অটো রিকশা নিলাম। শ্যামপুর গ্রামের গোলাপ বাগানে অটো রিকশায় যেতে ৭-১০ মিনিট লাগল। ওদিকে বাহন দেখা গেল কম। তাই অটো রিকশাওয়ালাকে বাগান পরিদর্শন শেষ হওয়া অব্দি বসে থাকতে বলা।

চাষের গোলাপে গন্ধ নেই তেমন। তবে গোলাপ চাষীদের ব্যস্ত দেখা গেল গোলাপ উত্তোলনে। গোলাপ বাগান, শ্যামপুর গ্রাম, বিরুলিয়া ইউনিয়ন। ১৬ সেপ্টেম্বর ২০১৬।