পাকিস্তান পবিত্র দেশ: গোলাম আযম

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 30 May 2011, 02:33 PM
Updated : 30 May 2011, 02:33 PM

দৈনিক আজাদ: ১৬ আগস্ট ১৯৭১

পূর্ব পাকিস্তান জামাতে ইসলামির আমীর গোলাম আযম বলেন,

…যদি পাকিস্তান না থাকে তবে বাঙালি মুসলমানদের অস্তিত্বই থাকিবে না। যাহারা এই কথাটি বুঝতে চায় না, পাকিস্তানের মাটি হইতে তাহাদের উৎখাত করিতে হইবে

গোলাম আযম বলেন,

পাকিস্তান একটি গুণবাচক শব্দ। পাকিস্তান শব্দের অর্থ হইতেছে পবিত্র দেশ। …খোদা না করুক, পাকিস্তান পরাধীন হইলে পাকিস্তান থাকিবে না। উহার অস্তিত্বই বিলীন হইয়া যাইবে।

গোলাম আযম বলেন,

যে আদর্শকে সম্মুখে রাখিয়া পাকিস্তান অর্জন করা হইয়াছিল, উহার প্রতি আস্থা ছাড়া পাকিস্তান টিকিতে পারে না।