২৫শে মার্চ গণহত্যায় নিজামীর উল্লাস

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 7 June 2011, 03:56 PM
Updated : 7 June 2011, 03:56 PM

১৫ই সেপ্টেম্বর ১৯৭১, নিখিল পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি মতিউর রহমান নিজামী বলেন,

পূর্ব পাকিস্তানে সম্প্রতি যা কিছু ঘটেছে তা নি:সন্দেহে দু:খজনক। কিন্তু সবকিছুই অপ্রত্যাশিত নয়। কারণ কিছু সংখ্যক অপরিণামদর্শী নেতার বলগাহীন রাজনীতিই এর জন্য দায়ী

২৫শে মার্চের রাত থেকে পাকিস্তানী সৈন্যরা যে প্রচণ্ড উন্মত্ততা নিয়ে বাঙালিদের লাঞ্ছিত করেছিল, তাতে মতিউর রহমান নিজামী উল্লাস প্রকাশ করে বলেন,

সম্প্রতি যারা পাকিস্তান ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আল্লাহ তাদের প্রত্যেককে লাঞ্ছিত করেছেন

নিজামী আরো বলেন,

পাকিস্তানকে যারা আজিমপুরের গোরস্থান বলে শ্লোগান দিয়েছিল তাদেরকে পাকিস্তানের মাটি গ্রহণ করেনি। তাদের জন্য কোলকাতা আর আগরতলা মহাশ্মশানই যথেষ্ট।

পবিত্র কোরআন সূরায়ে তওবার ১১ ও ১১২ আয়াতের আলোকে জাতির এই সংকট মুহূর্তে প্রত্যেক রেজাকারকে ঈমানদারীর সাথে তাদের উপর অর্পিত এ জাতীয় কর্তব্য পালনে সচেতন হওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান নিজামী

নিজামী বলেন,

দুনিয়ার কোন শক্তিই পাকিস্তান ধ্বংস করতে পারবে না।

তথাকথিত বঙ্গদরদীদের স্বরূপ উদঘাটন করে সাহসের সাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান নিজামী।

নিজামী বলেন,

স্বাধীনতার নাম দিয়ে ব্রাক্ষ্মণ্য সাম্রাজ্যবাদের দালালরা হিন্দুস্তান অন্তর্ভূক্তির আন্দোলন শুরু করেছিল।