পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ১০০ মিনিট

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 15 June 2011, 05:22 PM
Updated : 15 June 2011, 05:22 PM

১১টা ২৪ মিনিট! আজ পূর্ণ চন্দ্র গ্রহণ শুরু হয়েছে এই সময় থেকেই। অন্যান্যবারের চেয়ে দীর্ঘ সময় স্থায়ি হবে বলে এবারের চন্দ্রগ্রহণের প্রতি জ্যোতির্বিদদের আগ্রহ বাড়তি। অনুসন্ধিৎসুরা এ যাবৎকাল সাধারণত ঘন্টাকালীন চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করলেও বুধবার, ১৫ই জুন ২০১১ এর চন্দ্রগ্রহণ প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট (১০০ মিনিট) স্থায়ি হবে। সাধারণত চন্দ্রগ্রহণ এত দীর্ঘ সময় স্থায়ি হয় না। এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ২০০০ সালের ১৬ জুলাই। এ বছরের ১০ই ডিসেম্বর আরেকটি চন্দ্রগ্রহণ থাকলে এর স্থায়িত্বকাল এতো দীর্ঘ সময়ের হবে না।

আজকের চন্দ্রগ্রহণের বিভিন্ন ধাপগুলো-

রাত ১১টা ২৪ মিনিট: গ্রহণের উপচ্ছায়া পর্যায়
রাত ১২টা ২৩ মিনিট: আংশিক চন্দ্রগ্রহণ শুরু
রাত ২টা ১২ মিনিট: পূর্ণ গ্রহণ

ভোর ৪টা ২ মিনিট: গ্রহণ সমাপ্তি
ভোর ৫টা: উপচ্ছায়া সমাপ্তি

গ্রহণ কিভাবে পর্যবেক্ষণ করবেন?

সূর্যগ্রহণের মত চন্দ্রগ্রহণ খালি চোখে দেখায় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না। কোন বিশেষ গ্লাস বা ফিল্টার ছাড়াই চন্দ্র গ্রহণ অবলোকন করা যায়- কেবল মাত্র আপনার বিস্মিত দু'টি চোখই যথেস্ট চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণে। হাতে এক পেয়ালা উষ্ণ চা হাতে রাতের আকাশে আপনি চোখে মেলে তাকিয়ে থাকতে পারেন ১০০ মিনিট!

চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রে সাধারণত টেলিস্কোপ বা বাইনোকুলারের প্রয়োজন পড়ে না, তবে এগুলোর ব্যবহার আপনার গ্রহণকালীন সময়কে বিশেষ করে তুলবে। ৭x৫০ অথবা ৭x৩৫ বাইনোকুলার দিয়ে চমৎকারভাবে ম্যাগনিফাই ভিউ পাওয়া সম্ভব। এতে চাঁদের রক্তাভ বর্ণ আরো উজ্জ্বল দেখায় এবং চাঁদ স্পষ্টভাবে দেখা যায়।

বাংলাদেশে চন্দ্রগ্রহণ দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে উৎসুক দর্শনার্থীদের জন্য পর্যবেক্ষণ ক্যাম্প খোলা হয়েছে। এছাড়াও দেশের প্রায় ২০টির মত স্থানে ক্যাম্প তো রয়েছেই।

এছাড়াও লাইভ লুনার একলিপস উপভোগে এস্ট্রনমি লাইভ ডট কম সাইটে চন্দ্রগ্রহণের ভিডিও, ছবি ও তথ্য শেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে।

বৃষ্টির কারণে আকাশ মেঘলা থাকলে গ্রহণ পর্যবেক্ষণে ব্যর্থ হতে হবে, তবুও চন্দ্রপ্রেমীরা নিশ্চয়ই চাতকের মত চেয়ে আছেন আকাশের দিকে। গ্রহণের ছবি, ভিডিও বন্দি করে নিন আপনার ক্যামেরায়। যারা এই বিশেষ মুহূর্তটি অবলোকনে ব্যর্থ হলেন, তারা অন্তত ছবি, ভিডিও দেখে সান্তনা পাবেন। নয়তো এমন আরেকটি ১০০ মিনিটকাল স্থায়ি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দেখা মিলবে সেই ২০১৮ সালের ২৭শে জুলাই!

***
ইউ-টিউবে গুগল লাইভ স্ট্রিম প্রচার করছে …

আরো একটি লাইভ চলছে, শিলিগুড়ি থেকে,

http://www.livestream.com/swansiliguri