দিনাজপুরে ১৩৫ জন ‍মুক্তিযোদ্ধার গণকবর

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 15 July 2017, 09:53 AM
Updated : 15 July 2017, 09:53 AM

১৯৭২ সালে ৬ জানুয়ারি। মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে পাক বাহিনীর ফেলে যাওয়া অসংখ্য মাইন নিস্ক্রিয় করলেন ৬ ও ৭ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা। এ সময় আকস্মিক মাইন বিস্ফোরণে নিহত হন শতাধিক মুক্তিযোদ্ধা। এদের মাধে ১৩৫ জন শহিদকে দিনাজপুরের ঐতিহাসিক চেহেলগাজী মাজার প্রাঙ্গনে সমাহিত করা হয়।

ছবিটি ধারণ করেছিলাম ২৬ জুন ২০১৭। ঈদের দিন সকালে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে।