সিটিজেন জার্নালিস্টরা এগিয়েই থাকছেন…

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 19 August 2011, 04:44 PM
Updated : 19 August 2011, 04:44 PM

জানলাম ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহকরা এটিএম বুথ থেকে ক্যাশ তুলতে সমস্যায় পড়ছেন। আমার নিজের ডাচ-বাংলা ব্যাংকে কোন এ্যাকাউন্ট নেই। আমাকে এই সমস্যায় পড়তে হয়নি। তাহলে এই খবর জানলাম কোথায়? বিডিনিউজ টোয়েন্টি ফোর ব্লগে। আজ বিকাল ৪.৫১ টায় একটা পোস্ট চোখে পড়ল – ডাচ বাংলা ব্যাংক এর এটিএম এবং সার্ভার বন্ধব্লগার হাসান তারেক এর। কিছুক্ষন পর, ৫.১০ টায়, ব্লগার হারুন এর, যার কিছু টেকি-পোস্ট ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করেছে ইতিমধ্যে, একটি পোস্ট চোখে পড়ল – ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ: ভোগান্তির অপর নাম

নাগরিক সমস্যার কথা চটজলদি ব্লগাররা শেয়ার করছেন ব্লগে এটা খুবই ইতিবাচক। বিষয়টা নাগরিক সাংবাদিকতা নিয়ে আশা জাগানিয়াও বটে। এই আশাকে অনেকটা তৃপ্তি দিল www.bdnews24.com সাইটে প্রকাশিত 'ডাচ-বাংলার বুথ: ভোগান্তি ১৫ ব্যাংকের গ্রাহকের' শীর্ষক প্রতিবেদনটি। সেই গ্রাহকদের হয়রানি নিয়ে বিষদ সংবাদ। একটু যদি প্রতিবেদনটির সময় লক্ষ্য করেন তো দেখবেন তা – রাত ৮:৫০ টায় প্রকাশিত।

মানে বুঝলেন তো? সিটিজেন জার্নালিস্টরা কিন্তু এগিয়েই থাকলেন।

নাগরিক সমস্যার কথা লেখা-ফটো-ভিডিও-অডিও মাধ্যমে উঠে আসুক ব্লগের পাতায় পাতায়।

জয়তু সিটিজেন জার্নালিজম!