জীবিকা: মাকাই বিক্রেতা

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 25 August 2011, 08:17 AM
Updated : 25 August 2011, 08:17 AM

মাকাই খাবেন?

শহরে কেউ মাকাই বলে না। মাকাই বললে চিনবেও না নিশ্চিত। ভুট্টা। ইংরেজিতে কর্ন। যেটা আবার পপড করে পপকর্ণ হয়। বিশেষত পহেলা বৈশাখ, বই মেলা, পহেলা ফাল্গুন এর সময়ে এই ভ্যান গাড়ি করে মাকাই বিক্রেতাদের বেশি দেখা যায় টিএসসি, রমনা সহ জনরণ্যময় এলাকাগুলোতে। পোড়া মাকাই কাগজে মুড়ে হাতে ধরে চলতে চলতে কামড় দিয়ে খেতে থাকে শিশু-কিশোররা। বড়রাও। মাকাই দানা চাবাতে চাবাতে চোয়াল নড়ে ওঠে অনেকের। আস্ত মাকাই গলাধ:করণ করা হয়ে ওঠে না অনেকেরই আর।

ছবিটি মোবাইলে তোলা। ২০০৯ এর বইমেলা চলাকালীন টিএসসি'র ওদিক থেকেই। তারিখ সম্ভবত ১৯ ফেব্রুয়ারি।