বর্জ্য আল তিলোত্তমা!

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 28 August 2011, 10:19 AM
Updated : 28 August 2011, 10:19 AM

মিরপুর সাড়ে এগারোর এই রাস্তার এক পাশে সরু ফুটপাত আছে বটে, তবে তা কোনকালে -ই চলাচলযোগ্য হয়ে ওঠেনি। চারাগাছ বিক্রেতার গাছের সারি, টং এর দোকান এবং সর্বোপরি অপরিচ্ছন্ন ফুটপাতে আজতক পা রাখতে পারেনি এলাকাবাসী। এর সাথে উৎকট যন্ত্রনা হলো আবর্জনার স্তুপ। মূল রাস্তা এমনিতে চওড়া -ই, কিন্তু এক পাশে দেখা যায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতাদের। অন্যপাশে থাকে বিহঙ্গ বাসের সারি। আর রয়েছে কনটেইনার উপচে পথে ছড়িয়েছিটিয়ে পড়া আবর্জনা। শুকনা সময়েও দুর্গন্ধে চলাচলা বিরক্তিকর হয়ে ওঠে। আর একটু বৃষ্টি হলে কিছু পানি জমে বর্জ্যের বীভৎস দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দূর দূর পর্যন্ত! ছবির এই দৃশ্যটি আজ বেলা ১১:৩০টার [ছবিটি মোবাইল ক্যামেরায় ধারণকৃত] । যদিও পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে, তবে এ ধরনের কাজ শেষ হয়ে যাওয়া উচিৎ সকালের আগেই।

প্রথম প্রথম হেঁটে গেলে কটু গন্ধে মানুষজন নাকে হাত চাপা দিয়ে পার হয়্। কারো কারো বমির উপক্রম হয়। কিন্তু যারা প্রতিদিন যান, তারা বেশ অভ্যস্ত হয়ে ওঠেন দুর্গন্ধের সাথে।