অভিন্ন নদীতে অভিন্ন অধিকার: বিশ্ব নদী দিবসে রিভারাইন পিপল

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 24 Sept 2011, 07:18 PM
Updated : 24 Sept 2011, 07:18 PM

এতোদিনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের ব্লগাররাও রিভারাইন পিপল ফেসবুক গ্রুপের কথা জানেন। ব্লগার একরামুল হক শামীম, শেখ রোকন , ব্লগার মাহফুজুর রহমান মানিক এদের কাছ থেকেই রিভারাইন পিপল নিয়ে আমার জানা। যদিও স্বেচ্ছাসেবক হিসেবে আরো অনেক সচেতন ব্যক্তিরাই জড়িত আছেন। সবটা আর সবাইকে জানার সময়-সুযোগ-মনোযোগ এখনো হয়ে ওঠেনি । রোকন ভাইয়ের কাছে কিছুদিন আগে জানলাম, বাংলাদেশে রিভাইরাইন পিপল এবার দ্বিতীয়বারের মত বিশ্ব নদী দিবস পালন করবে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটা ছিল, জাতিসংঘ থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে নদী দিবসের মূল প্রতিপাদ্য বা থিম ঘোষণা করার দ্বায়িত্বপ্রাপ্ত হয়েছে রিভারাইন পিপল। এই প্রেক্ষিতে রিভারাইন প্রস্তাবিত এবারের থিম হচ্ছে – common right on common river অর্থ্যাৎ অভিন্ন নদীতে অভিন্ন অধিকার

প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার নদী দিবস পালিত হয়ে আসছে ২০০৫ সাল থেকে। সে হিসেবে এ বছর নদী দিবস পালিত হবে ২৫শে সেপ্টেম্বর। রিভারাইন পিপল এর একটা ইমেইল সার্কুলেশন থেকে জানলাম, বিশ্ব নদী দিবসে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাঙ্গণে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজিত হচ্ছে। জেনে নেই ক্যাম্পেইনগুলো সম্পর্কে-

তিন দিন (২৪-২৬ সেপ্টেম্বর ২০১১) ব্যাপী চিত্র প্রদর্শনী
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
সকাল ১০:০০ টা – বিকাল ৫:০০টা

শোভাযাত্রা, কবিতা আবৃত্তি ও লিফলেট বিতরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ডেইরি গেট
সকাল ১১:০০ টা

মানব বন্ধন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
একাডেমিক ভবন
বিকাল ৩:০০টা

আলোচনা সভা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চাকসু ভবন
সকাল ১১:০০টা

ফেসবুকে নদী নিয়ে সচেতনতা গড়ে তুলতে www.nodimatrik.com এর ফেসবুক পাতা রয়েছে একটি [লিংক]

ফেসবুকে এই বিশেষ গ্রুপগুলোতে নদী নিয়ে আপনার লেখা, ফটো পোস্ট, অডিও/ভিডিও পডকাস্ট লিংক শেয়ার করবেন অবশ্য অবশ্যই।