রণদীপম বসু’র বকাবকি: কমিউনিটি ব্লগে উবুন্টু নিয়ে যথেষ্ট লেখালেখি হচ্ছে না কেন?

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 29 Oct 2011, 05:36 PM
Updated : 29 Oct 2011, 05:36 PM

গত শুক্রবার ২৮ অক্টোবর ২০১১ তারিখ ছবির হাটে হয়ে গেল উবুন্টু ১১.১০ রিলিজ পার্টি। অনেকে উপস্থিত হলেও, একাধারে কবি-সাহিত্যিক-আলোকচিত্রি এবং ব্লগার রণদীপম বসু এই উবুন্তু ১১.১০ রিলিজ পার্টি নিয়ে আয়োজক ও সকলের প্রচার-প্রচারণাগত কমতির বিষয়টি তুলে ধরেন। এই অনুযোগকে রণদীপম বসু শুরুতেই 'বকাবকি' হিসেবে জানান দেন। তিনি মনে করেন, টেকি ব্লগগুলোতে বিশেষ শ্রেণীরা নিয়মিত হবে, কিন্তু কমিউনিটি ব্লগে সব ধরনের আনাগোনা হয়। তাই সার্বিকভাবে উবুন্টুকে পরিচিত করতে, সকলের কাছে ব্যবহার বান্ধব করতে কমিউনিটি ব্লগেও নিয়মিত লেখা ‍উচিৎ, বিভিন্ন সহায়ক টিউটোরিয়াল, টিপস ইত্যাদি প্রকাশ করা উচিৎ। রণদীপস বসু'র বক্তব্যের বিভিন্ন অংশে উপস্থিত অনেকেই নিজের মতামত ব্যক্ত করেন যার যার মত করে।