কৃষ্ণচূড়া আর জারুলের রঙে নগর রঙিন হয়ে উঠতে শুরু করেছে। ছবিটি আগারগাঁও এর আইডিবি’র সম্মুখ থেকে নেয়া। আজ দুপুরের দিকে।
বিবর্ণ নগর রাঙা হচ্ছে কৃষ্ণচূড়ায়
ক্যাটেগরিঃ ফটো
ক্যাটেগরিঃ ফটো
কৃষ্ণচূড়া আর জারুলের রঙে নগর রঙিন হয়ে উঠতে শুরু করেছে। ছবিটি আগারগাঁও এর আইডিবি’র সম্মুখ থেকে নেয়া। আজ দুপুরের দিকে।
আইরিন সুলতানা বলেছেনঃ
বড় বেয়াড়া ভাবে উঠছ বেড়ে
নির্লজ্জ উদ্বাহু…
আর কিছুদিন পর তুমি একটা প্রকাণ্ড কৃষ্ণচূড়া গাছ হয়ে উঠবে
তোমার আঙুলে ফুটবে লাল সোনাইল
হাতের চোটে গচ্ছিত হবে রাধাচূড়া
তোমার শিরায় শিরায় ঝিরি পাতার নাচন হবে
বিকেলের নরম রোদ্দুরে।
তুমি তর তর করে উঠছ বেড়ে
আড়ে, বহরে
হাত ছড়িয়ে, বাহু মেলে
ক্রমশ মিশে যাচ্ছো লালে-হলুদে-কমলায়।
তোমার আগুন লাগা শরীর দেখে পরিব্রাজকরা,
বহু ক্রোশ দূর থেকে…
ওদের চোখ পোড়ে
ওদের মন পোড়ে
তারপর পতঙ্গের মত ওরা কাছে আসে
পুড়ে ছাই হয়ে যেতে
তুমি কৃষ্ণচূড়া, ওদের বিক্ষত হৃদয় ফুঁড়ে আরো টকটকে রক্তিম হয়ে ওঠো
ওদের উষ্ণতায় আরো নরম গোলাপী হয়ে ফোটো।
এ শহরটা হলদে রোগে আক্রান্ত হবে অচিরেই
এ শহরটা আগুনে পুড়বে অচিরেই
এ শহরটা গোলাপী প্রেমে মত্ত হবে অচিরেই
তুমি যে হারে বেয়াড়া ভাবে বেড়ে উঠছ
এই তো …আর কিছুদিন পর
তুমি আস্ত একটা কৃষ্ণচূড়া গাছ হয়ে উঠবে
তোমার আঙুলে ফুটবে লাল সোনাইল
তালুতে গচ্ছিত হবে রাধাচূড়া…
তুমি প্রকাণ্ড একটা কৃষ্ণচূড়া গাছ হয়ে বেড়ে উঠছো।
***
[তুমি প্রকাণ্ড একটা কৃষ্ণচূড়া হয়ে বেড়ে উঠছো/ ১৯ মার্চ ২০১২]
মেঘ-রুদ্র বলেছেনঃ
অভিনন্দন রইলো আপনার তরে।