খুব সুন্দর ছবি সিয়ার করেছেন। ইংরেজিতে একটি কথা আছে, A picture is equal thousand words.একটা ছবি হাজার কথার সমান। আপনি ক্যামেরাবন্দি করেছেন বলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কি ফটোগ্রাফার হিসেবেও কাজ করেন নাকি! জানি না তো। ছবিটা ভাল হয়েছে। মনে হচ্ছে পেশাদার ফটোগ্রাফার তুলেছেন। ভাল থাকবেন।
ফটোগ্রাফির প্রতি আমার দুর্বলতা আছে। তবে আমার নিজের ক্যামেরা নেই। ফলে ক্যামেরার টেকনিক্যাল বিষয়গুলো ওভাবে জানিও না আমি। বেশির ভাগ সময় অন্যের ক্যামেরা ধার করে অথবা জোর করে নিয়ে ছবি তুলি। ….এভাবে সময় সময় ফটোগ্রাফার হয়ে উঠি আর কি!
আপনার মন্তব্য উৎসাহ জাগালো। ধন্যবাদ আপনাকে।
হ্যা, আপনি যেভাবে দেখছেন, সেই হিসেবে এটা অবশ্যই একটি অমানবিক ছবি। রাস্তায় এভাবে ঘুমিয়ে থাকাটা ওদের উদ্বাস্তু হওয়াকেই নির্দেশ করে। কিন্তু আমি যে বিষয়টা দেখেছিলাম, সেটা হলো, পার্কের ইট বিছানো রাস্তায়, প্রচন্ড গরমে, এরা দুই জন ঘুমিয়ে আছে, এদের চেহারায় প্রশান্তি আছে। এবং সবচেয়ে স্বস্তির বিষয় হলো মা ও শিশু একসাথে আছে । এই যে নিশ্চয়তা, এটাই নিরাপদ।
এটি একটি চমৎকার সেই সাথে শূন্যতার ছবি।আসলে একটা জিনিসকে বিভিন্ন ভাবে মূল্যায়ন /ব্যাখ্যা করা যায়। এই ছবিটি দেখে নিশ্চয় ধনী লোকদের ঈর্ষা হবে এই ভেবে যে, আমি কোটি টাকা দিয়েও এমন করে ঘুমাতে পারি না। আসলে এটা টেনশন ফ্রি ঘুম। ——- জহির
আমি জানিনা় সারাদিন একটি মা ছো্ট্ট শিশু টিকে নিয়ে দারেদারে ঘুরে ফেরে এক মুঠো খাবারের আসায় যখন সেটা না হয় ।তখন হয়ত ক্লান্ত শরীর নিয়ে মা এবং ছো্ট্ট শিশু টির কোন এক জায়গায় ঘুমিয়ে পড়া ।হতেপারে এটা তাদের নিরাপদ ঘুম ।কি করে বলি দেশের সুবিধা বঞ্চিত এমন হাজারও মা এবং শীশুর এটা টেনশন ফ্রি ঘুম কারন ওদের একরাত ঘুমের থেকে বেশি দরকার একবেলা খাবার যা ওরা পায়না ৷একটা মানুষ সারাদিন তার শিশু টির মুখে একটু ভালো খাবার দিতে পারেনি——এসএম সাব্বির (সাংবাদিক)
S M Sabbir bhaer montobbota ami un confusonaly sotik thanks sabbir. afnar moto montobbo o Ireen Soltanar moto merror ar jonno allaho kasa dowa kori jano deser sobai tader moto korta para.
@ morsed S of Oman @
shojeb বলেছেনঃ
Asun boli ora amaderi maa, amaderi bon.
আইরিন সুলতানা বলেছেনঃ
এভাবে বলতে পারাটা নিশ্চয়ই অর্থবহ, তবে তারচেয়েও গুরুত্বপূর্ণ এসব ছিন্নমূলদের জন্য কিছু করাটা।
আজমাল হোসেন মামুন বলেছেনঃ
খুব সুন্দর ছবি সিয়ার করেছেন। ইংরেজিতে একটি কথা আছে, A picture is equal thousand words.একটা ছবি হাজার কথার সমান। আপনি ক্যামেরাবন্দি করেছেন বলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কি ফটোগ্রাফার হিসেবেও কাজ করেন নাকি! জানি না তো। ছবিটা ভাল হয়েছে। মনে হচ্ছে পেশাদার ফটোগ্রাফার তুলেছেন। ভাল থাকবেন।
আইরিন সুলতানা বলেছেনঃ
ফটোগ্রাফির প্রতি আমার দুর্বলতা আছে। তবে আমার নিজের ক্যামেরা নেই। ফলে ক্যামেরার টেকনিক্যাল বিষয়গুলো ওভাবে জানিও না আমি। বেশির ভাগ সময় অন্যের ক্যামেরা ধার করে অথবা জোর করে নিয়ে ছবি তুলি। ….এভাবে সময় সময় ফটোগ্রাফার হয়ে উঠি আর কি!
আপনার মন্তব্য উৎসাহ জাগালো। ধন্যবাদ আপনাকে।
sm sabbir বলেছেনঃ
এটা সুন্দর ছবি না এটা আমাদের ল্জ্জা আমাদের অপারগতা আমাদের চোখে আঙ্গু ল দিয়ে দেখিয়ে দেওয়া সত্যই আমাদের দেশের মানুষ কত সুখে আছে্।
আইরিন সুলতানা বলেছেনঃ
হ্যা, আপনি যেভাবে দেখছেন, সেই হিসেবে এটা অবশ্যই একটি অমানবিক ছবি। রাস্তায় এভাবে ঘুমিয়ে থাকাটা ওদের উদ্বাস্তু হওয়াকেই নির্দেশ করে। কিন্তু আমি যে বিষয়টা দেখেছিলাম, সেটা হলো, পার্কের ইট বিছানো রাস্তায়, প্রচন্ড গরমে, এরা দুই জন ঘুমিয়ে আছে, এদের চেহারায় প্রশান্তি আছে। এবং সবচেয়ে স্বস্তির বিষয় হলো মা ও শিশু একসাথে আছে । এই যে নিশ্চয়তা, এটাই নিরাপদ।
মোঃ জহির উদ্দিন বলেছেনঃ
এটি একটি চমৎকার সেই সাথে শূন্যতার ছবি।আসলে একটা জিনিসকে বিভিন্ন ভাবে মূল্যায়ন /ব্যাখ্যা করা যায়। এই ছবিটি দেখে নিশ্চয় ধনী লোকদের ঈর্ষা হবে এই ভেবে যে, আমি কোটি টাকা দিয়েও এমন করে ঘুমাতে পারি না। আসলে এটা টেনশন ফ্রি ঘুম। ——- জহির
এসএম সাব্বির বলেছেনঃ
আমি জানিনা় সারাদিন একটি মা ছো্ট্ট শিশু টিকে নিয়ে দারেদারে ঘুরে ফেরে এক মুঠো খাবারের আসায় যখন সেটা না হয় ।তখন হয়ত ক্লান্ত শরীর নিয়ে মা এবং ছো্ট্ট শিশু টির কোন এক জায়গায় ঘুমিয়ে পড়া ।হতেপারে এটা তাদের নিরাপদ ঘুম ।কি করে বলি দেশের সুবিধা বঞ্চিত এমন হাজারও মা এবং শীশুর এটা টেনশন ফ্রি ঘুম কারন ওদের একরাত ঘুমের থেকে বেশি দরকার একবেলা খাবার যা ওরা পায়না ৷একটা মানুষ সারাদিন তার শিশু টির মুখে একটু ভালো খাবার দিতে পারেনি——এসএম সাব্বির (সাংবাদিক)
morsed7878 বলেছেনঃ
S M Sabbir bhaer montobbota ami un confusonaly sotik thanks sabbir. afnar moto montobbo o Ireen Soltanar moto merror ar jonno allaho kasa dowa kori jano deser sobai tader moto korta para.
@ morsed S of Oman @
ডুব সাঁতার বলেছেনঃ
ভাল লাগল…
সাইফ ভূঁইয়া বলেছেনঃ
আইরিন সুলতানা,আপনার তোলা ছবিটি এই ব্লগে আমার পোষ্ট “নিরাপদ মাতৃত্ব দিবস: চাই সামাজিক আন্দোলন,ব্যাপক গণসচেতনতা”য় ব্লগ সঞ্চালক কতৃক নির্বাচিত করায় আপনাকে অভিনন্দন!ছবিটি অত্যন্ত সুন্দর হয়েছে।
রফিকুল বলেছেনঃ
আসুন সবাইমিলে এদের পুনর্বাসন করি, ফটোগ্রাফারকে ধন্যবাদ.