আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 3 May 2012, 06:58 PM
Updated : 3 May 2012, 06:58 PM

২০ এপ্রিল ২০১২। সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ব্লগারদের চিত্র ও প্রতিবাদলিপি প্রদর্শনী চলছে। স্থান ছবির হাট প্রাঙ্গন। দুপুর বেলা। ক্ষুধার্ত আমি। ক্ষুধার্ত ব্যস্ত জনজীবন। ক্ষুধার্ত ছবির হাটের প্রতিটি কাক। উড়ছে। নামছে। লাফাচ্ছে। সবটাই গোগ্রাসে ভোজনরতদের ঘিরে। কাকদের দৌরাত্ব দেখতে দেখতে একটা কাকের দিকে নজর আটকে গেল বিশেষ কারণে। অদ্ভূত! ওটা এক পায়ে লাফিয়ে লাফিয়ে চলছে। অথচ আরেক পা দেখা যাচ্ছে! গুটিয়ে রেখেছে নাকি? বক ধার্মিক শুনেছি। কিন্তু কাক ধার্মিক কি আছে? দৃষ্টি সেঁটে গেল কাকের দু'পায়ে। সেকেণ্ড পরে এই কাকের প্রতি দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেল। সম্ভবত দুর্ঘটনা বশত অথবা কারো দ্বারা ইচ্ছাকৃতভাবে কাকের এক পায়ের পাতা কাটা পড়েছে। মাটিতে ওটা আর দু'পায়ে হাঁটতে পারবে না। এক পায়ে লাফিয়ে লাফিয়ে চলতে হবে।