ব্লগার হাসান ইকবালের সর্বশেষ মন্তব্য থেকে জানা তার ভাই তিউনিসিয়া থেকে নিরাপদে দেশে ফিরেছেন। হাসান ইকবাল জানিয়েছেন (১৪ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩৮),
Thanks to GOD….my younger brother in my home form Tunisia.
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ….আমার ছোট ভাই তিউনিসিয়া থেকে আমার বাসায়।
এদিকে লিবিয়া পরিস্থিতি নিয়ে ডলচে ভেলে থেকে জানা যায় (১৯ মার্চ ২০১১),
শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বৈঠকে মিলিত হচ্ছেন ফ্রান্স, ব্রিটেন, জার্মানি সহ একাধিক দেশের শীর্ষ নেতারা৷ উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও আরব দেশগুলির প্রতিনিধিরাও৷
জাতিসংঘে ফ্রান্সের দূত জেরার এমনকি বলেছেন,
বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই লিবিয়ার উপর সামরিক হস্তক্ষেপ শুরু হয়ে যেতে পারে৷
ন্যাটোর সঙ্গে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বিমান মিলে লিবিয়ার উপর বিমান হামলার সম্ভাবনা রয়েছে।
সরকার কর্তৃক বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যবস্থায় বিভিন্ন ধাপে দেশে আসা বাংলাদেশিদের সংখ্যা ২৯৬৯ জন বলে বিডিনিউজ২৪.কম এর ৪ মার্চ ২০১১ তারিখের খবর থেকে জানা যায়। অনেকের স্বজনরা ফিরে এলেও এখনো অনেক বাংলাদেশি দেশে ফেরার চেষ্টায় দিন কাটাচ্ছেন। বিডিনিউজ২৪ ব্লগে যুবরাজের মন্তব্য পড়ে সে কথাই অনুভূত হয়।
কর্ণেল আল গাদ্দাফির জন্মস্থান সিরতি থেকে যুবরাজ বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন,
amora libyate khob koste asi amader bangladeshe firiea newar onorod zanassi amora sirt sohore theke 18 kilomiter dore asi amora 7 jon bangladeshi asi
আমরা লিবিয়াতে খুব কষ্টে আছি। আমাদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা সিরতি শহর থেকে ১৮ কি.মি দূরে আছি। আমরা ৭ জন বাংলাদেশি আছি।
(ছবি সূত্র: ইন্টারনেট)
—————————————————————————————————————————————————————-
ফিচার ছবিঃ লিবিয়া অতিক্রম করে তিউনিসিয়া সীমান্ত থেকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দেশে ফিরতে দৃষ্টি আকর্ষন (ফার্স্ট নিউজ, ৪ঠা মার্চ ২০১১)
অনার্য তাপস বলেছেনঃ
সরকারকে আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আইরিন সুলতানা বলেছেনঃ
এই বিষয়ে পত্রপত্রিকায়, ইন্টারনেটের বিভিন্ন নিউজ সাইটে, ব্লগে লেখালেখিতে সরকার একটু কড়িৎকর্মা হয়ে উদ্ধার কাজে সজাগ হয়েছিল। এবং এখন পর্যন্ত অনেক প্রবাসীকে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু মনে হচ্ছে এখনো কিছু বাংলাদেশি যোগাযোগের বাইরে রয়ে গেছে।
সরকার নিশ্চয়ই সেগুলো দ্বায়িত্বের সাথে খোঁজ খবর করবেন।
অনার্য তাপস বলেছেনঃ
কেমন আছেন আইরিন সুলতানা?
আইরিন সুলতানা বলেছেনঃ
দেশে-বিদেশে কী অস্থিরতা চলছে! তারপরও এইসব মিলিয়ে ভাল আছি । ভাল থাকতে হয়।
এখানে কিছু মন্তব্য পড়ে মনে হচ্ছে এখনো বাংলাদেশিদের অনেকে ওদিকে বিপদ আর অনিশ্চয়তার মধ্যে আছে! দেশে ফেরার উপায় খুঁজছে…। আর অন্যদিকে পরাশক্তিগুলো কেমন উপযাচকের মত তাদের অস্ত্রের মহড়া শুরু করে দিল দেখেছেন?
Shimul বলেছেনঃ
Plz help my brother who and another 5 Bangladeshi are living in Tobruk..Who was working in Bosna’s Oil service company..He is trying to overcome libya but frequently failed .On ther hand,company helping hand is totally stopped.
আইরিন সুলতানা বলেছেনঃ
Shimul , আরো একটু বিস্তারিত জানাতে পারেন কি? আপনার ভাই এবং তার সাথের বাংলাদেশিদের সাথে যোগাযোগের উপায় কী? কোন ফোন নম্বর? তাঁরা কি সরকারি সাহায্য কেন্দ্রের সাথে কোনরকম যোগাযোগ করেছিল?
আপনি বিস্তারিত জানালে, বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনতে সুবিধা হয়। আপনার কাছ থেকে পরবর্তী মন্তব্য প্রত্যাশা করছি।
হাসান ইকবাল বলেছেনঃ
@শিমুল, সিরত থেকে কোনো ভাবে তিউনিশিয়া সিমানায় আসতে পারলে IOM হেল্প করতে পারত। লিবিয়ার ভিতরে IOM কোনো migration support দিছেচনা। তবে এখন বাসা থেকে বের হওয়াটা বিপদজনক। আপনারা ৭ জন একসাথে থাকার চেসটা করেন, মুভ করলে সবাই একসাথে করতে হবে। বাইরের অবস্তা দেখে
আমি আজ দুপুর ১:০০টায় IOM-র মিডিয়া উইংসের মি: আসিফ মুনিরের সাথে কথা বলেছি আপনাদের ৭ জনের বিষয় নিয়ে..তিনি বলেছেন উনাকে ই-মেইলে ডিটেইল জানানোর জন্য। আমি এই পোসটি সহ ই-মেইলে জানিয়েছি বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনতে।