আমরা লিবিয়াতে খুব কষ্টে আছিঃ সাত জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে নিতে অনুরোধ

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 19 March 2011, 06:56 AM
Updated : 19 March 2011, 06:56 AM

ব্লগার হাসান ইকবালের সর্বশেষ মন্তব্য থেকে জানা তার ভাই তিউনিসিয়া থেকে নিরাপদে দেশে ফিরেছেন। হাসান ইকবাল জানিয়েছেন (১৪ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩৮),

Thanks to GOD….my younger brother in my home form Tunisia.

সৃষ্টিকর্তাকে ধন্যবাদ….আমার ছোট ভাই তিউনিসিয়া থেকে আমার বাসায়।

এদিকে লিবিয়া পরিস্থিতি নিয়ে ডলচে ভেলে থেকে জানা যায় (১৯ মার্চ ২০১১),

শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বৈঠকে মিলিত হচ্ছেন ফ্রান্স, ব্রিটেন, জার্মানি সহ একাধিক দেশের শীর্ষ নেতারা৷ উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও আরব দেশগুলির প্রতিনিধিরাও৷

জাতিসংঘে ফ্রান্সের দূত জেরার এমনকি বলেছেন,

বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই লিবিয়ার উপর সামরিক হস্তক্ষেপ শুরু হয়ে যেতে পারে৷

ন্যাটোর সঙ্গে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বিমান মিলে লিবিয়ার উপর বিমান হামলার সম্ভাবনা রয়েছে।

সরকার কর্তৃক বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যবস্থায় বিভিন্ন ধাপে দেশে আসা বাংলাদেশিদের সংখ্যা ২৯৬৯ জন বলে বিডিনিউজ২৪.কম এর ৪ মার্চ ২০১১ তারিখের খবর থেকে জানা যায়। অনেকের স্বজনরা ফিরে এলেও এখনো অনেক বাংলাদেশি দেশে ফেরার চেষ্টায় দিন কাটাচ্ছেন। বিডিনিউজ২৪ ব্লগে যুবরাজের মন্তব্য পড়ে সে কথাই অনুভূত হয়।

কর্ণেল আল গাদ্দাফির জন্মস্থান সিরতি থেকে যুবরাজ বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন,

amora libyate khob koste asi amader bangladeshe firiea newar onorod zanassi amora sirt sohore theke 18 kilomiter dore asi amora 7 jon bangladeshi asi

আমরা লিবিয়াতে খুব কষ্টে আছি। আমাদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা সিরতি শহর থেকে ১৮ কি.মি দূরে আছি। আমরা ৭ জন বাংলাদেশি আছি।


(ছবি সূত্র: ইন্টারনেট)

—————————————————————————————————————————————————————-
ফিচার ছবিঃ লিবিয়া অতিক্রম করে তিউনিসিয়া সীমান্ত থেকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দেশে ফিরতে দৃষ্টি আকর্ষন (ফার্স্ট নিউজ, ৪ঠা মার্চ ২০১১)