গাইবান্ধায় ডঃ এম বদরুদ্দোজার সংবর্ধনা সভা

লেখারাম
Published : 29 April 2012, 07:23 AM
Updated : 29 April 2012, 07:23 AM

প্রখ্যাত কৃষি বিজ্ঞানী এমিরিটাস সায়েন্টিস্ট ডঃ এম বদরুদ্দোজা শেকড়ের টানে ঢোলভাঙ্গায়। অশীতিপর এই প্রখ্যাত বিজ্ঞানীর ঢোলভাঙ্গায় আজ এক সংবর্ধনা অনুষ্ঠিত হয় গত ২৭/০৪/২০১২ ইং। স্বাধীনতা পদক প্রাপ্ত ডঃ বদরুদ্দোজা তাঁর শৈশবের অনেক স্মৃতিচারণা করেন। তাঁর উদ্ভাবিত কাজী পেয়ারা, আম্রপালি আম, নানা জাতের ফলমূল এবং গম ভূট্টার নতুন জাত উদ্ভাবনের এবং বিভিন্ন ধানের উন্নত জাত বা হাইব্রিড উদ্ভাবনের মজাদার আলোচনায় সবাই আপ্লুত হয়ে পরেন । এই সংবর্ধনা অনুষ্ঠানটি গাইবান্ধা শহর থেকে অল্প দূরে ঢোলভাঙ্গার মাদার কেয়ার স্কুলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জনাব আবু সুফিয়ান তালুকদার, আকতারুজ্জামান চৌধুরী, ফিরোজ মিয়া, চেয়াম্যান জনাব আলম প্রধান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক, ছাত্র ছাত্রী এবং কৃষকসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ডঃ বদরুদ্দোজাকে ক্রেষ্ট প্রদান করেন মাদার কেয়ার স্কুলের পরিচালক জনাব মিজানুর রহমান।