সত্য কথা লিখতে চাই

লিনা বেগম
Published : 18 Oct 2012, 03:08 AM
Updated : 18 Oct 2012, 03:08 AM

আমি সত্যের পুজারী। আমি সত্য কথা লিখতে চাই। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য আমি লিখতে চাই। আওয়ামী লীগ না বিএনপি ক্ষমতায় সেটা আমার বিবেচনা নয়;আমি তাদের পক্ষেও নই; আবার বিপক্ষেও নই। আমি দেশ জাতি রাষ্ট্রের পক্ষে। আমার কী বোর্ড লড়বে মানুষের জন্য। তাদের অধিকার আদায়ের জন্য।

দেশে এবং দেশের বাইরে অনেক খবর আছে যা মিডিয়ায় আসে না। আবার আসলেও সেসব খবরের রাজনীতি বিচার করা হয়।


আমি যা লিখতে চাই তা দলীয় রাজনীতির উর্ধে। দেশের জন্য। রামুতে যা হল তাতে লজ্জিত সারা জাতি। এই লজ্জার ষোলকলা পূরণ হয়েছে যখন দেশের প্রধান দুটি রাজনৈতিক দল একে অপরকে দায়ী করে প্রকৃত দোষীদের আড়াল করেছে। এই দায় দুটি দলকেই নিতে হবে। আমি লিখতে চাই সেকথা যেখানে নোংরা রাজনীতি নয়- থাকবে রাষ্ট্রের সম্পদ রক্ষার কথা।


এজন্য আমি ঢাকায় বিহারী ক্যাম্প সংলগ্ন জমি গুলো কিভাবে কিছু অরাজনৈতক দুবৃত্ত কিভাবে দখল ও হাতিয়ে নিচ্ছে;তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লিখবো। আশা করি পাঠকদের পাশে পাব।