আমি ঢাকার জেনেভা ক্যাম্পের মেয়ে-১

লিনা বেগম
Published : 18 Oct 2012, 06:25 AM
Updated : 18 Oct 2012, 06:25 AM

আমি ঢাকার বিহারী ক্যাম্পের মেয়ে। এই ক্যাম্পেই জন্মেছি। বড় হয়েছি। আল্লাহর অসীম রহমতে লেখাপড়া শিখেছি। কয়েকলাখে একটা বিরল ঘটনার মত উচ্চ শিক্ষা পেয়েছি। আমেরিকা, কানাডা যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি ঢাকার ট্রাজেডি বিহারীদের দুঃকের কথা আপনাদের শোনাবো। আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি মনে প্রানে বাংলাদেশী। পাকিস্তান কি জিনিষ জানি না। চিনি না। কখনও যাইনি সেখানে। যেতে চাই না। আমি মনেপ্রানে বাংলাদেশের সম্মানিত নাগরিক। ভোটার। সরকারকে ধন্যবাদ তারা আমাদের নাগরিক করে অসম্মান ও পরিচয়হীনতা থেকে বাচিয়েছেন।

আমরা এসেছিলাম ভারত থেকে। এখনও আমাদের পূর্ব পুরুষ চাচা ফুফু মামা খালা ভারতে আছেন। তাদের সাথে যোগাযোগও হয়। যাদের সঙ্গতি আছে-আমরা ভারতে গিয়ে তাদের সাথে দেখা বেড়ানো করেছি। অনেকের বিয়ে শাদী হচ্ছে ভারতে। উত্তর প্রদেশে। লখনৌতে। বিহারে । তারা খুব ভাল আছে। যারা ভারতে থেকে গছেন পার্টিশনের সময়_তারা সুখেই আছেন। ঘর বাড়ি আছে। তারা ভারতের সম্মানিত নাগরিক।