প্রজন্ম উদয়

লিনা জাম্বিল
Published : 19 Feb 2013, 12:20 PM
Updated : 19 Feb 2013, 12:20 PM

প্রজন্ম চত্বর— জেগে রয়েছে আজ ১৫তম দিন। কারো ক্লান্তি নেই কারো হতাশা নেই কেউ ঘুমিয়ে নেই । শাহবাগ–প্রজন্ম চত্বর এর নতুন জন্ম । এত বড় এত মহৎ এত উদ্দামতা যে লাল সবুজ পতাকার তলে সেখানে কি কেউ ঘুমিয়ে থাকতে পারে? রাজিব, শান্ত— পরম মমতায় লাল সবুজের চিরস্থায়ী ঠিকানায় বুক ফুলিয়ে স্থান করে নিয়েছে — প্রজন্ম চত্বর আজ শোকে বিহব্বল তাই বলে হতাশা নেই আরো অনেক অনেক শক্তি নিয়ে যে দাবী নিয়ে প্রজন্ম চত্বরের জন্ম দিয়েছে তার সার্বিক চুড়ান্ত রুপান্তর না হওয়া পর্যন্ত থাকবে–চলবে অবিরাম পথচলা সবার হাত ধরে– সকল শান্তিকামী লাল সবুজের সন্তানের হাত ধরে তাই সবার কাম্য ।

প্রজন্ম চত্বরের অবস্থানরত সকল বিপ্লবী ভাই-বোনদের জন্য পরম করুণাময়ের কাছে সার্বিক মঙ্গল যাচনা করি– অভিনন্দন আর স্যালুট সবাইকে—- সফল হোক তাদের দাবীনামা লাল সবুজের মান বজায় থাকুক যুগে যুগে সকল বিশ্বে সারা পৃথিবীতে ।