শুধু এক মুহূর্ত

লিনা জাম্বিল
Published : 1 May 2012, 01:20 PM
Updated : 1 May 2012, 01:20 PM

আজকে সারাদিন তেমন কিছুই হয়নি- ভাবনা, চিন্তা, কাজ বা উদ্যেগ কিছুই না। বছর ঘুরে এ দিন আসে অন্যদের মত আমিও শুনি শ্রমিকদের অধিকারের কথা নারী শ্রমিকদের বৈষম্যের কথা আজকেও শুনেছি কিন্তু তাদের জন্য কি করেছি আমি। বারান্দায় দাঁড়িয়ে কতিপয় শ্রমিকদের র‌্যালি দেখে তাই মনে হচ্ছিল । এক মুহূর্ত ভাবনা তারপর আর ভাবিনা। অনেক কিছুই করার আছে শুধু মুখে বলি অথচ অনুভব করেও হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকি- বিকলাঙ্গের মত ।

শুধু এক মুহূর্ত ভাবনা –তারপর ভাবনা কোথায় যেন মিলিয়ে যায়–আবার এক বছর পর সেই ভাবনা ফিরে আসবে আজকের দিনে তখন হয়তো কিছু পরিবর্তন হয়- কিন্তু থেকে যায় শুধু এক মুহূর্ত ভাবনা –তার কোন পরিবর্তন নেই ।