অনেক দূরের মা

লিনা জাম্বিল
Published : 13 May 2012, 02:03 PM
Updated : 13 May 2012, 02:03 PM

মা খুব সুন্দর ডাক । মা মানেই জীবন মা মানেই প্রান মা মানেই সহায়ক মা মানেই নির্ভরতা মা মানেই মমতার সাগড়, মা মানেই স্বান্তনা, বলে শেষ করা যাবেনা মা আসলে কি? যার গুন গান বলে লিখে বর্ননা করা অসম্ভব সেই মা কত আশ্চর্যভাবে সব কিছু সুন্দর রুপে গ্রহন করে, সহ্য করে, আলোকিত করে নিজের সন্তানদের । সন্তান কথাটির সাথে সাথেই অবচেতন মনেই মার কথা চলে আসে ।

মা তোমাকে এ দিনে খুব মনে পড়ে । অনেক কথা তুমি জানোনা আবার অনেক কথা আমি তোমাকে বলতে পারিনা । আমার সব কিছু তুমি মা তারপরও অনেক কিছু তোমাকে জানাতে পারিনা, কেন বলতে পারো মা? আমি জানি তুমি আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করে যাচ্ছ যাতে সুন্দর জীবন কাটাতে পারি তারপরও অনেক কথা আমি তোমাকে বলতে পারিনা ।

যতই বড় হতে চললাম ততই মা থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকলাম, চিন্তায় কাজে এবং বন্ধনে । কিন্তু আমি জানি মা সবসময় তুমি আমার অন্তরে । অনেক অনেক কথা জমে আছে কিন্তু কিছুই প্রকাশ করতে পারছিনা–মা আমার বড় ব্যর্থতা অথচ তোমার কোন ব্যর্থতা নেই । দূরে থেকে তোমার জন্য দীর্ঘায়ু কামনা করি সুস্বাস্থ্য কামনা করি এবং আমার জন্য তোমার আশীর্বাদ যাচনা করি ।