ভিন্ন দৃষ্টিকোন

লিনা জাম্বিল
Published : 6 June 2012, 05:27 PM
Updated : 6 June 2012, 05:27 PM

পোস্ট করার লেখার ইস্যু নির্দিষ্ট করতে পারিনা । তবুও চেষ্টা করি আমার যা মনে হয় তা লিখে পোস্ট করার । রাজনীতি–খুব পরিচিত কথা । এ কথা শুনার সাথে সাথেই দেশপ্রেম, ক্ষমতা, নেতা, নিঃস্বার্থ, সেবা, মানবতা এই বিশেষনগুলো অজান্তে মনের মাঝে উঁকি দিতে থাকে । কত বড় মাপের মানুষ রাজনীতিতে যাদের নাম লেখা আছে । কিনতু এ দেশে থেকে রাজনীতির সম্মনীয় ব্যক্তিত্ত্বদের দেখে আমার আর তা মনে হয়না । জানি খুব খারাপ ধারনা আমার যা উচিৎ না কোনভাবেই । তবুও রাজনীতি মানেই মনে করি নোংরামী, ক্ষমতার লড়াই, ঘুষ, অনৈতিকতা, ক্ষমতার অপব্যবহার, মানবিকতার লংঘন, পরনিন্দা, মিথ্যাচার আরো নেতিবাচক সব কিছুর নৈরাজ্য ।

রাজনীতি থেকে অনেক অনেক দূরে থাকতে চাই অনেকদিন বেঁচে থাকার জন্য, সুন্দর পৃথিবী দেখার জন্য ভালবাসা অনুভব করার জন্য ।