পোস্ট করার লেখার ইস্যু নির্দিষ্ট করতে পারিনা । তবুও চেষ্টা করি আমার যা মনে হয় তা লিখে পোস্ট করার । রাজনীতি–খুব পরিচিত কথা । এ কথা শুনার সাথে সাথেই দেশপ্রেম, ক্ষমতা, নেতা, নিঃস্বার্থ, সেবা, মানবতা এই বিশেষনগুলো অজান্তে মনের মাঝে উঁকি দিতে থাকে । কত বড় মাপের মানুষ রাজনীতিতে যাদের নাম লেখা আছে । কিনতু এ দেশে থেকে রাজনীতির সম্মনীয় ব্যক্তিত্ত্বদের দেখে আমার আর তা মনে হয়না । জানি খুব খারাপ ধারনা আমার যা উচিৎ না কোনভাবেই । তবুও রাজনীতি মানেই মনে করি নোংরামী, ক্ষমতার লড়াই, ঘুষ, অনৈতিকতা, ক্ষমতার অপব্যবহার, মানবিকতার লংঘন, পরনিন্দা, মিথ্যাচার আরো নেতিবাচক সব কিছুর নৈরাজ্য ।
রাজনীতি থেকে অনেক অনেক দূরে থাকতে চাই অনেকদিন বেঁচে থাকার জন্য, সুন্দর পৃথিবী দেখার জন্য ভালবাসা অনুভব করার জন্য ।
জাহেদ-উর-রহমান বলেছেনঃ
লীনা আপু, আপনার শেষ বাক্যটির সাথে শক্তভাবে দ্বিমত প্রকাশ করছি। আমাদের দেশের এই সময়ের রাজনীতি নিয়ে আগের অংশে আপনি যা বলেছেন সেটা সন্দেহাতীতভাবে সঠিক। তো এই পরিস্থিতিটা তৈরি হল কেন? কারণ আমাদের পূর্বপুরুষরা এইসব নোংরা লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি।
এখন আপনি আমি যদি রাজনীতির মধ্যে গিয়ে এদেরকে রুখে না দাঁড়াই তবে আমাদের সন্তানরা কেমন রাজনীতি/রাজনীতিবিদ দেখবে বলে আপনার মনে হয়? এর চাইতে আরও অনেক বেশী খারাপ না? আর রাজনীতি শুদ্ধ না হলে রাষ্ট্রের কোন একটা সেক্টর কি ভালভাবে কাজ করবে?
আপু আমি জানি খুব আক্ষেপ থেকে, ঘৃণা থেকে ওভাবে লিখেছেন। কিন্তু আমাদের আসলে উচিৎ হবে আরো বেশী সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করে ওটাকে শোধরানোর চেষ্টা করা।
লীনা জামবিল বলেছেনঃ
জাহেদ ভাই
অনেক অনেক ধন্যবাদ সুন্দর ও যতাযথ যৌক্তিকতা তুলে ধরার জন্য । রাজনীতিতে নাম লেখাতে সক্রিয় হতে ভীষন ইচ্ছে করে কিন্তু আশেপাশে চারিদিকে যা দেখি, শুনি তাতে আটঁকে উঠি– না বাবা, রাজনীতির ধারে কাছে যেতে ভয়ংকর রকম ভয় পাই ।
আমার মত একজন পিপিলিকাসম মানুষের কোন স্থান নেই এ দেশের রাজনীতিতে । আমাদের পরের প্রজন্ত নিয়ে চিন্তা করিনা এমন না । কিছু কিছু ভাবি কিন্তু সমাধান খুঁজে পাইনা–অন্ধকারেই থেকে যাই ।
ভাল থাকবেন—