
আমি যখন এই লেখা লিখছি তখন আমি ব্যবহার করছি গ্রামীণের ইন্টারনেট কানেকশন কারণ গত দেড় সপ্তাহ আগে বাংলালায়ন ওয়াইম্যাক্সের ইউ এস বি মডেম কিনে ৬০০ টাকা খরচ করে বুঝতে পারলাম আসলে সবই ডিজিটাল ফাকি ।
এখন আসি আসল ঘটনাই, আমি বাংলালায়ন ওয়াইম্যাক্সের ইউ এস বি মডেম কেনার পর নিজে যতটা না ব্যবহার করেছি তার থেকে বেশি ব্যবহার করেছে আমার স্ত্রী আর ৫ দিনের মাথাই সে আমাকে জানাল মডেম কাজ করছে না। তো যথারীতি ভাবলাম হয়ত অনেক ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করার কারনে লিমিট শেষ করে ফেলেছে অথবা অন্য কোন ঝামেলা। যা হোক অফিস থেকে ফেরার পথে ৩০০ টাকা দিয়ে একটা কার্ড কিনে আনলাম এবং রিচার্জ করলাম। একাউন্ট ব্যালেন্স দেখলাম ১০২৪ মেবাঃ (১ জি বি), এরপর আমি একটা ফাইল ডাউনলোড করলাম যেটার সাইজ ১৫ মেবাঃ।
ডাউনলোড করার পর আমি লগ আউট হলাম এবং পুনরায় লগইন করলাম দেখার জন্য যে আমার এখনকার ব্যালেন্স কত, যা দেখলাম তাতে আমার চক্ষু চড়কগাছ কারন আমার ১৫ মেবাঃ ফাইল ডাউনলোড করার জন্য কাটা হয়েছে ৬৫ মেবাঃ (!!)।
এরপর আমি আর একবারের জন্যও কোন কিছু না করে শুধু লগইন করে ৫ মিনিট অপেক্ষা করলাম দেখার জন্য যে কোন ব্রাউজিং না করলেও তারা কি টাকা কাটে নাকি না এবং লক্ষ্য করলাম যে কিছু না করলেও আপনা আপনি একাউন্ট ব্যালেন্স কমতে থাকে। ভাবতে পারেন ব্যাকগ্রাউন্ড থেকে অন্য কোন প্রোগ্রাম হয়ত ইন্টারনেট ব্যবহার করছে, কিন্তু আমি এগুলো ভাল করে দেখেই এই লেখা লিখছি। এভাবে আমি নিজে বেশ কয়েকবার পরীক্ষা করে দেখেছি এবং প্রতিবার একই ফলাফল এবং আমার বন্ধুকে তার নিজের বাসাতেও চেক করার জন্য বললাম এবং তারও আমার মত ফলাফল।
যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি নিজে পরীক্ষা করে দেখুন, এবং আমি বুঝতে পারলাম কেন তারা অটো কানেকশন সুবিধা দিয়ে রেখেছে, যাতে মডেম লাগানো থাকলেই তারা টাকা আয় করতে পারে।
আমিনুল ইসলাম সজীব বলেছেনঃ
আপনি বোধহয় জানেন না যে ইন্টারনেট সংযোগ থাকলে আপনি ব্রাউজ করেন আর না করেন ডাটা ট্রান্সফার হতে থাকবেই। এটা সবধরনের ইন্টারনেট সংযোগের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে তা মোটেই এতো বেশি নয় যে চোখ ছানাবড়া হবে। যদি অতিরিক্ত মনে হয় তাহলে আপনি কন্টাক্ট করে দেখতে পারেন বাংলালায়নে। আমিও বাংলালায়ন ব্যবহার করছি আমার এভাবে অকারণে ডাটা কাটেনি যদি না আমি কিছু না করেও কয়েক ঘণ্টা মডেম অন রাখি (এবং পিসি চালু রাখি)।
লিটন বলেছেনঃ
জনাব আমি যখন থেকে ইন্টারনেট ব্যবহার করি তখন ঢাকা শহরে শুধুমাত্র অফলাইন ইন্টারনেট ছিল এবং আমি না জেনে না বুঝে এটা লিখি নাই এবং আমি আই টি তে কাজ করি গত বহু বছর।
হাসান বলেছেনঃ
আমি আমার এক বন্ধুর কাছে জানলাম, কিউবির এক সাবেক চাকরিজীবি কিউবিতে চাকরিকালীন এক গ্রাহকের লাইন ব্যবহার করতেন। যে গ্রাহক তার লিমিট শেষ করতে পারতেন না। জনৈক ঐ কিউবির সাবেক কর্মকতা এখনও গ্রাহকটির লাইন ব্যবহার করে ব্রাউজিং করছেন।
আমার পরিচিত একজন একটি নামকরা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের চাকরি ছেড়ে দিলেন কোম্পানটির গ্রাহকদের সাথে অনবরত প্রতারণার কারনে। কারন হিসেবে তিনি বললেন গ্রাহকদের কাছে অনেক সত্য গোপন করতে হয়।
হায়রে দুনিয়া? দুর্ণীতি নেই কোথায়??
নাহুয়াল মিথ বলেছেনঃ
😕 😕 কই যামু 😕 😕
সরকার বলেছেনঃ
আপনার লিখাটি অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ । যদি ঘটনা সত্য হয় তবে বিষয়টি নিয়ে আরো আলোচনা হওয়া প্রয়োজন। মোবাইল কোম্পানী গুলোর চটকদার বিজ্ঞাপন থেকে ও সকলকে সাবধান থাকতে হবে।
লিটন বলেছেনঃ
ঘটনা সত্য ।
ছায়া বলেছেনঃ
আমিও বাংলালায়ন ব্যবহার করি। তবে আমার এরকম হয়নি এখনও। মডেম কেনার পরদিনই মডেম নষ্ট হয়ে যাওয়ার পর অফিস থেকে লোক এসে মডেম বদলে দিয়ে গেছে।
তুহিন বলেছেনঃ
বাংলা লায়ন সম্পর্কে অনেক আগের থেকে নানা অভিযোগ শুনতে পাই। আজ ব্লগেও পড়লাম। আমি একজন সেল্সম্যানকে বলতে শুনেছি যে ছোট মডেমটি ভাল কাজ করে না আপনি বড় মডেমটি নিন। বাংলা লায়নের সেল্সম্যানরা যেখানে তাদের ছোট মডেমটি বাতিল বলছেন সেখানে গ্রাহকদের কাছ থেকে আরও গুরুতর অভিযোগ আসতেই পারে। আমাদের দেশে কোন পণ্য বা সেবা বাজারে আনার সময় বড় ব্যবসায়ীরা ব্যাপক প্রচার-বিজ্ঞাপন চালিয়ে থাকেন। এতে করে অতি দ্রুত ভোক্তাগণ এটি গ্রহণ করে এবং প্রতারিত হয়। অবশেষে তা পরিত্যাগও করেন। মাঝপথে ঐ ব্যবসায়ীরা ব্যাপক মুনাফা করে বাজার থেকে চলে যান। বাংলা লায়ন সিংহের মত বাজারে এসে বিড়ালের মত বিচরণ করতে করতে অনেক গ্রাহকের ঘরেই ঢুকে আছে কিন্তু তা দিয়েও কোন কাজ হচ্ছেনা। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে হাজার হাজার তরুণ গ্রাহক কাঙ্খিত ভিডিও ক্লিপ ডাউনলোডের আশায় বাংলা লায়নের মডেম ক্রয় করেছেন। কিন্তু কাঙ্খিত ফল না পেয়ে তারা এটিকে সাইডে রেখে বিকল্প মডেম বা সংযোগ ব্যবহার করছেন। মাজখান থেকে বাংলা লায়ন হাজার হাজার মডেম বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা মুনাফা করে হয়তো বাজার থেকে বিদায় হবে অথবা মালিক পরিবর্তন হয়ে নতুন কোন বিজ্ঞাপনের মোড়কে বাজারে আসবে। তখন তার নাম হবে বাংলা কচ্ছপ এবং টাকা কাটা হবে বাংলা চিতার গতিতে।
nahid বলেছেনঃ
amaro kono shomosha hoina.but uni jeta bolechen shetao thik
upal বলেছেনঃ
3 mash dhore use korsi. aj porjonto kono trouble face korinai.
লিটন বলেছেনঃ
আমি যে সমস্যার কথা লিখেছি তা বাস্তব এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কারন লেখার আগে আমি অনেক ভাবে পরীক্ষা করে তার পর এই পোস্ট দিয়েছি।
sajib বলেছেনঃ
লিটন ভাই আপনি ঠিক বলেছেন। আমি আপনার সাথে এক মত।
লিটন বলেছেনঃ
ধন্যবাদ আপনাকে।
মিথুন বলেছেনঃ
আমিও আপনার সাথে একমত
ছায়া বলেছেনঃ
আপনার হয়ত সমস্যা করছে। তবে সিলেটে বাংলালায়নের সেবা খুবই ভাল। আমার মেইলের অভিযোগ তারা একদিনেই রেসপন্স করেছে। পর দিনেই ইঞ্জিনিয়ার এসে অভিযোগের ভিত্তিতে সমস্যা দেখে গেছে।
ইয়ামিন বলেছেনঃ
Ami tangail e MBSTU CSE te pori… Internet niye jokhon alochona hocce tokhon amar ekta oviggota boli.
Zoom Ultra… ei jinisti Jodi keu bebohar kore thaken tahole dekhben apni modem lagiye rekhecen but browse korcen na, tobuo se apnake onek goti dekhabe… Normal facebook er ekta page open hote lage onek somoy jodio kina dekhay 25KB/s!!! eta kivabe somvob…. ami moteo mittha bolci na… Ar customer care e call korle nijeder lojjay porte hoy… Monehoy CSE te poreo ami ekjon nirbodh….
Ar Really BANGLA LION FALTU…
Abdullah All-Mamun বলেছেনঃ
আমি কিছুই জানি না !!!
আবদুল্লাহ হারুন বলেছেনঃ
আমি ৩ মাস থেকে বাংলা লায়ন ইউজ করছি, ছোট মডেম দিয়েই। দারুন সার্ভিস পাচ্ছি।
আমি বাংলা লায়নের পোস্টপেইড ইউজ করছি ৮০০+১২০=৯২০ টাকা দিতে হয় ৫ জিবি/২৫৬কেবি স্পিড। এখন সেটা ৫১২ স্পিড এ ৬ গিগা দিচ্ছে।
সত্যি বলতে বাংলা লায়ন ব্যবহারের পর এখন সিম-বেসড এজ-মডেম ব্যবহার করতে বিরক্ত লাগে।
আপনার ওয়াইফাই হ্যাকড কিনা চেক করে দেখুন।
পাগলা বাবু বলেছেনঃ
hoyto keo apnar net ta control kortse.maybe not sure
router o use korte pare….maybe
bt apnar kotha sotto………kintu wimax neoar por ami r sim modem chalate issa korse na……………..qubee teo same obostha ….so kisu bolar nei
শিবলী বলেছেনঃ
আমিও একমত, আমিও একই সমস্যা পাচ্ছি।
http://www.resourcebd.com/
শিবলী বলেছেনঃ
ভাই আমার সমস্যার সমাধান হয়েছে।
ধন্যবাদ বাংলালায়ন।