সমস্যা যখন রাষ্ট্র ধর্ম

লিটন
Published : 8 June 2011, 01:13 PM
Updated : 8 June 2011, 01:13 PM

বর্তমান সরকার মনে হচ্ছে এ দেশ থেকে ধর্মই উঠিয়েই দিতে চাই, কারন সংবিধানে বিসমিল্লাহ এবং রাষ্ট্র ধর্ম থাকার কারনে মনে হচ্ছে তাদের প্রচণ্ড গাত্রদাহ হচ্ছে। আমার প্রশ্ন যদি সংবিধানে যে ভাবে লেখা আছে সেভাবে থাকলে তাতে সমস্যা কোথায়?

একটা যুক্তি দেখান যে সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম উঠিয়ে দিলে কি কি সুবিধা সাধারন নাগরিকেরা পাবে আর থাকলে কি কি অসুবিধা। সংবিধান মনে হয় তৈরিই হয়েছে নিজের পরিবার তন্ত্র রক্ষা করার জন্য।

আজ যেহেতু ধর্ম নিয়েই সমস্যা তাহলে নিম্নের জাতীয় বিষয় গুলো থাকার কি প্রয়োজন বলুন।

১/ জাতীয় মাছ
২/ জাতীয় পাখি
৩/ জাতীয় ফল
৪/ জাতীয় পশু
৫/ জাতীয় গাছ
৬/ জাতীয় ভাষা
৭/ জাতীয় বন
৮/ জাতীয় পরিচয় ইত্যাদি

আরও অনেক কিছু। ওরা বলে রাষ্ট্রের যেহেতু কোন ধর্মই নেই তাই রাষ্ট্র ধর্মেরও প্রয়োজন নেই, তাহলে এগুলো দরকার কি কারনে? শুধু তাদের চাই জাতীয় বাবা আর কিছুই নয়।

আমি জবাব চাই সব জাতীয় নাফরমানদের কাছে কেন কেন কেন ????