একজন মৃত নারীর গল্প

লোরক
Published : 26 August 2012, 07:11 PM
Updated : 26 August 2012, 07:11 PM

এই সমাজের সকলের কাছে মৃত কিন্তু বাস্তবে জীবিত একজন মানুষের সাথে আপনাদের পরিচিত করে দিতে চাই। ষাটের দশকের স্মৃতি যাদের মনে আছে তারা 'গীতা ঘোষ' কে চিনবেন না তা হয় না। মঞ্চ কাপানো অভিনেত্রী গীতা ঘোষ সেই সময়ের সকলের কাছে এক নামে পরিচিত ছিলেন।

ওনার আরেকটি পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশে প্রথম অভিনীত শেক্সপিয়ারের 'ওথেলা' নাটকে অভিনয় করেছেন। এই সমাজ জানে তিনি মৃত। কিন্তু আমরা অনেকেই জানি না, তিনি এখনো জীবিত আছেন এবং বৃদ্ধাশ্রমের বদ্ধঘরে নির্জনে দিন যাপন করছেন। কী নিষ্ঠুর আমরা!!!

আশা করছি ইলেক্ট্রনিক মিডিয়াগুলো ওনার জীবনী প্রচার করে আমাদের সকলের কাছে ওনাকে আবার জীবিত করে তুলবেন।

আমরা লোরক পরিবার অনেক গর্বিত ওনাকে আমাদের কাছে পেয়ে 🙂