কি হচ্ছে রাস্তায়?

তাজুল ইসলাম
Published : 25 April 2011, 10:02 AM
Updated : 25 April 2011, 10:02 AM

রাস্তার বাস যেন বিজ্ঞাপনের উপযুক্ত যায়গা; দিন বদলের এই দিনগুলোতে যেমনি বদলে যাচ্ছে দিন, ঠিক তেমনি করেই বদলে যাচ্ছে মানুষ। বাসে উঠলে মনে বাসই যেন বিজ্ঞাপনের একটি ভাল মিডিয়া। কেউ কেউ জানালা দিয়ে বাসের ভিতর হারবাল হোমিওপ্যাথি চিকিৎসালয়ের বিজ্ঞাপন ছুড়ে মাড়ছে যাত্রীদের ভিতর। আবার কেউ কেউ বাসের জানালার উপর বসিয়ে দিয়েছে তাদের বিজ্ঞাপন। হারবাল হোমিওপ্যাথি এসব ভুয়া চিকিৎসালয়ে একজন সুস্থ মানুষ গেলেও ডাক্তার তার অসুস্থতার বর্ণনা দিয়ে বিশাল আকারের ঔষধ ধরিয়ে দিবে যা খেলেও কোন কাজই হবে না। আর জানালার উপর বসিয়ে দেওয়া চাকুরী বিজ্ঞপ্তি দেখে ভুলেও যাবেন না সেখানে চাকুরী নিতে কেননা গেলেই আপনাকে ধরিয়ে দেওয়া ২০০, ৫০০ টাকার চাকুরীর ফরম, তারপর শুরু হবে ইন্টারভিউ, ইন্টার্নশিপের জন্য ৩০০০ টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হতে পারে। যোগদানের তারিখে গিয়ে দেখবেন সেখানে আর কেউ নাই; ফাকা ফ্ল্যাট।

প্রকাশ্য দিবালোকে পরোক্ষ ছিনতাই; আজকাল রাস্তায় গেলে দেখবেন ছোট ছোট বাচ্চারা এসে আপনাকে জড়িয়ে ধরে ০১ টাকা থেকে ০২ টাকা দাবি করছে। সাথে যদি মা, বোন, প্রিয় (মহিলা কেউ) থাকলে হয় তার ওড়না ধরে বসবে না হয় তার পিছ পিছ ঘুরবে; টাকা না দেওয়া পর্যন্ত কোন ছাড় নেই। মাঝে মাঝে রাস্তার হকারদের কাছে দর কষাকষি করে উল্টা অপমান হতে হয়।

এভাবে চলতে থাকলে একদিন পুরো দেশটাই এরকম হয়ে যাবে।