আওয়ামী লীগ কি আওয়ামী লীগের হাতেই ধ্বংস হবে?

মাধবদী
Published : 17 Sept 2014, 05:21 PM
Updated : 17 Sept 2014, 05:21 PM

বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থনকারীরা দুই ধরনের। এক পক্ষ – মুজিবের ও বাংলাদেশের স্বাধীনতার ভালবাসায় যারা আওয়ামী লীগ করে। দ্বিতীয় পক্ষ -তারা মুজিবকে পছন্দ করে, দলকে ভালবাসে এবং দেশকে ভালবাসে, কিন্তু দেশের স্বাধীনতাকে মূল্যায়ন করেনা । এই পক্ষের আওয়ামী লীগারা ক্ষমতা লাভের জন্য নিজের নীতি পরিবর্তন করতে পারে এবং এমন কি দল পর্যন্ত করতে পারে । এই ধরনের নেতাদেরকে অনেকসময় হাইব্রিড নেতাও বলা হয়। তাদের কারনে দেশের প্রায় সব আওয়ামী লীগ সংগঠন, এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনে গ্রুপিং হয়ে থাকে । এইসব গ্রুপিং এর কারনে মেধাবী দেশপ্রেমী ও স্বাধীনতার পক্ষের শক্তির মনোভাব সম্পন্ন অনেক নেতা কর্মীরা রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন। যার কারনে বাংলাদেশের রাজনীতি নোংড়া হচ্ছে। নিজের স্বার্থের কারনে আওয়ামী লীগকে নোংড়া বানাচ্ছে এবং প্রকৃত দলীয় নেতাকর্মীদের নির্যাতিত করছে।

ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড় । এইসব কারনে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে পতনের দোষ কার??

আওয়ামী লীগের।