শেখ খালেদা ও হাসিনা জিয়া

মাধবদী
Published : 9 Jan 2015, 01:30 PM
Updated : 9 Jan 2015, 01:30 PM

সবাই বলে আমরা খারাপ।
হাসিনাঃ যারা বলে খালেদা খারাপ তারা বলে হাসিনা ভাল।
খালেদাঃ যারা বলে হাসিনা খারাপ তারা বলে খালেদা ভাল।
আমরা খারাপ কেন হব?আমরা দুনজনই দেশের উন্নয়ন করি।
আমরা ৯৯%ভাল,তবে ১% হল দুইজনের নীতির ভিন্নতা।
সাধারন মানুষঃ এই ১%ই তো আমাদের ভাগ্য নির্ধারন হয়।ভাল না খারাপ।
হাসিনাঃ আমি মহাজোটের নেত্রী।
খালেদাঃ আমি ২০জোটের নেত্রী।
সাধারন মানুষঃ এত জোট মহাজোটের কি দরকার ,আপনারা দুইজন একজোট হলেইতো সাধারন মানুষ শান্তি পায়।
হাসিনাঃআমি উচ্চশিক্ষিত খালেদার মত বকলমের সাহায্য ছাড়াই সব পাড়ি।
খালেদাঃবকলম হলেও আমি আপোষহীন নেত্রী।হাসিনার ক্ষমতা শেষ হলে,ক্ষমতা আমার,ক্ষমতার ও ক্ষমতা নাই অন্য কারোর কাছে যাওয়ার।
সাধারন মানুষঃতাইলে কি আমরা দেশ পরিচালনা করার স্বপ্ন দেখার ও অধিকার নাই।গনতন্ত্র নাকি সাধারন মানুষের জন্য।জনগনই গনতন্ত্রের মূল শক্তি।জনগনই বাংলাদেশের সকল ক্ষমতার উৎস।
লেখকঃ এর নাম রাজনীতি,ক্ষমতা,খেলা আর রাজনীতির নামে সহিংসতা । সাধারন মানুষ তাদের পক্ষে না থাকলেও , মানুষ তো আছে তাদের পক্ষে।যারাই ক্ষমতায় যায় তারা সাধারন মানুষের কথা না ভেবে শুধু তাদের মানুষের কথা ভাবে।