বাংলাদেশে যে প্রশ্নের উত্তর নেই!!! আর আমাদের কর্তব্য বোধ

মাহাবুব
Published : 11 March 2015, 05:01 PM
Updated : 11 March 2015, 05:01 PM

বাংলাদেশে আমরা অনেক বিচিত্র দৃশ্য দেখি যার উত্তর নেই।

জাতীয় সংসদে যথাযথ নিয়মে কোরআন পাঠ শোনা যায়, কিন্তু বাংলাদেশ পরিচালনায় সংবিধানটি মানব রচিত। আমরা ইসলাম ধর্মকে শো-কেসে রাখতে আগ্রহী। কিন্তু কেন? আপনারা মানব রচিত সংবিধানটি মেনে নিলেন কিন্তু আল্লাহর দেয়া কোরআন রাষ্ট্রের সংবিধান হিসাবে মানতে পারলেন না।

আজ কাল শেখ মুজিব রহমানের হিন্দু স্টাইলে ছবির শ্রদ্ধা চলছে, এসব শহীদ মিনার সহ সকল  বেদিতে ফুল দিয়ে অসারতা করা নিয়মিত। যেন দেখার কেউ নেই।

মানুষের দুর্ভোগ কষ্ট যাই হক না কেন আমাদের দেশের রাজনৈতিক নেতাদের ক্ষমতার গদি চাই। যেন নিজে বাচলে বাপের নাম। রাজনীতিবিদদের বাংলাদেশের প্রতি কর্তব্য বোধের যথেষ্ট অভাব আছে। কিন্তু কেন?