তৈলাক্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)

মাহাবুব
Published : 19 March 2015, 09:43 AM
Updated : 19 March 2015, 09:43 AM

তৈলের অনেক শক্তি, তা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) 'কে অক্টোপাসের মত আটকে আছে। সব সরকারী আমলে সরকারের প্রতি তার তেল কমে না বরং বাড়তেই থাকে। বর্তমানে আওয়ামী লীগের জন্য তার তেলের অভাব নেই। এক সময় সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের "বিবি-গোলামের বাক্স" উপাধি থেকে  বি টি ভি যেমন বের হতে পারেনি, বি এন পির আর আওয়ামীলীগ সময়ে ক্ষমতাসীনদের জন্য তার তেল সাধারন জনগণের জন্য বিরক্তির কারন।

অনেক সময় মানুষ এক জিনিস বারবার দেখার বিরক্তিতে তার প্রতি আগ্রহ থাকে না, তেমনি ক্ষমতা পরিবর্তন হলে স্বাধীনতা ঘোষক পরিবর্তন হয় । ক্ষমতার পালাবদলে অনুষ্ঠান গান সহ বি টি ভির সকল কার্যক্রমে নতুনত্ব আসে তবে তেল তার অবস্থানে অনড়। বি টি ভি নতুন করে কোন খবরে আসলে মনের ভিতরে প্রশ্ন আসে "আপনি বি টি ভি শেষ কবে দেখেছেন?" উত্তর আমিতো বিটিভি দেখি না!!

বিটিভি অনেক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও তার অনুষ্ঠানের মান উন্নতি করতে পারেনি। আশা করা যায়, সামনের দিনে বিটিভি তার অনুষ্ঠানের মান উন্নতির।