অপরূপ ঢাকার রাস্তায় ভোগান্তির খোঁড়াখুঁড়ি!!

মাহাবুব
Published : 5 April 2015, 05:35 PM
Updated : 5 April 2015, 05:35 PM

ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ির ক্ষত নেই এমন রাস্তা নেই, তবে চকচকে রাস্তায় সরকারী সুবিধা দান কারী দের অত্যাচার হতে বেশি সময় নেয় না।

সমন্নয়হীনতা এতটাই বেশি পানির লাইন, বিদ্যুৎ লাইন, টেলিফোনের লাইন, পয় নিস্কাসন তারপর হাজারো কারনে খোঁড়াখুঁড়ি নিয়মিত, মিডিয়াতে সমন্নয়হীনতাকে দায়ী করা হয়, তারপরও কানে তুলা গুজে থাকা প্রশাসন কাছে সমন্নয়হীনতা প্রথম পছন্দ।

শহরের রাস্তায় প্রয়োজন এমন কাঠামো যার জন্য বারবার রাস্তায় খোঁড়াখুঁড়ির প্রয়োজন হয় না। শহরের উন্নয়ন যেমন দরকার তেমনি দরকার সাধারন জনগণের ভোগান্তির নিরসন। রাস্তায় যত খোঁড়াখুঁড়ি ধান্দাবাজদের পকেট ভারী।

কয়েকদিন আগের চকচকে রাস্তা এখন খোঁড়া নর্দমা। ধান চাষের উপযুক্ত সড়কে যানবহন, মানুষ চলাচলের অনুপযুক্ত। বাংলার জনগণের আশা "খোঁড়া নর্দমা" উপাধি প্রাপ্ত রাস্তা একদিন বিমানের রানওয়ে হয়ে উটবে, তবে সমন্নয়হীনতার ভোগান্তির খোঁড়াখুঁড়ি চলমান।  আর কয়দিন যেতেদিন বাসার সামনে আবার খোঁড়া নর্দমা হাজির।