বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের বিতর্কের রাজনীতি

মাহাবুব আলম
Published : 2 Jan 2016, 08:54 PM
Updated : 2 Jan 2016, 08:54 PM

১৯৭১ সালে পাকিস্তান পরাজিত কিন্তু রাজনীতির মাঠে তারা কি পরাজিত? অনেক বছর স্বাধীনতার বিষয়ে বিতর্কের স্বীকার স্কুল ছাত্র-ছাত্রীরা।

প্রশ্নঃ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে?

ক) জিয়াউর রহমান
খ) শেরে বাংলা এ কে ফযলুল হক
গ) শেখ মুজিবর রহমান
ঘ) আতাউল গনি ওসমানী

উত্তরঃ
বিএনপি সরকারে থাকলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান
আওয়ামী লীগ সরকারে থাকলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবর রহমান

সুত্রঃ স্কুল পাঠ্য পুরনো পুস্তক।

মুক্তিযুদ্ধে তিন ধরণের মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে অংশ গ্রহন করে।

এক আদর্শিক

দুই পকিস্তান বাহিনীর অত্যাচারের প্রতিশোধ গ্রহনের উদ্দেশে

তিন উপায়ন্তর না থাকায়

মুক্তিযুদ্ধের আদর্শ এখন রাজনীতির ছাতায় বিভক্ত। নাটক সিনেমায় স্বাধীনতার ঘোষক পরিবর্তন সরকার পরিবর্তনের সাথে যুক্ত। সস্তা জনপ্রিতা না বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের বিতর্কের রাজনীতি করে সবাইকে জানানো ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর পরাজয় হলেও রাজনীতির মাঠে ও অন্যান্য স্থানে পাকিস্তানের দালালরা সক্রিয়।