আজব কারবার দেখালো কারিগরি শিক্ষা বোর্ড

মাহমুদুল সোহেল
Published : 24 May 2015, 12:17 PM
Updated : 24 May 2015, 12:17 PM

আজব কারবার কারিগরি শিক্ষা বোর্ডের! গত ১৩মে প্রকাশিত হয় ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং ২০১০ প্রবিধান এর আওতাভুক্ত ৪র্থ ,৬ষ্ঠ ও ৮ম পর্বের পর্ব সমাপনী পরীক্ষার রেজাল্ট । এতে দেখা যায় , কেউ কেউ ভালো পরিক্ষা দিয়েও খারাপ রেজাল্ট এমন কি রেফার্ড এবং কেউ কেউ খারাপ পরীক্ষা দিয়েও ভালো রেজাল্টের অধিকারি হয়। এতে করে ভেঙ্গে পড়তেছে অনেক মেধাবি ছাত্রের মনমানসিকতা। রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বললে ,তারা রেজাল্ট নিয়ে অভিযোগ তোলে । হামিদুর রহমান নামের সিভিল ৭ম পর্বে থাকা এক ছাত্র অভিযোগ তোলে যে, সে ভালো পরিক্ষা দিয়েও একটা রেফার্ড এসেছে । মাঝহারুল ইসলাম নামের সিভিল ৫ম পর্বে থাকা এক ছাত্র অভিযোগ তোলে যে, ভালো পরিক্ষা দিয়েও এক বিষয়ে রেফার্ড এসেছে । এছাড়াও ফারুক হুসাইন নামের ইলেকট্রনিক্স ৭ম পর্বে থাকা এক ছাত্র অভিযোগ তোলে যে , সে ভালো পরিক্ষা দিয়েও জিপিএ খারাপ এসেছে। এর মূল কারণ হতে পারে যে , শিক্ষকদের অনিহা করে খাতা কাটা বা ছাত্রদের দিয়ে খাতা কাটিয়ে নেওয়া ।