যত দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে

আসিফ মাহবুব
Published : 29 June 2015, 07:01 PM
Updated : 29 June 2015, 07:01 PM

আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে। রাস্তায় কোথাও পানি আবার কোথাও কাদা জমে একাকার।তারমধ্যে হাঁসগুলো সেই চিকচিকে পানিতে কি যেন খুজছে। পাড়ার ছেলে গুলো ফুটবল নিয়ে নেমে পড়ছে মাঠে। অসম্ভব সুন্দর খেলছে তারা। যতটানা খেলছে তার ছেয়ে বেশি দুষ্টমিতে মগ্ন। যেখানে কাঁদা মাটিতে পা টিকানোটাই দুর্ভোদ্য। সেখানে ফুটবল খেলাতো অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করার চেষ্টায় তারা । হ্যা, এক সময় আমিও তাই করতাম।আসলে ঝিরি ঝিরি বৃষ্টি দিয়ে ফুটবল খেলার মজাই আলাদা।

এখন মিস করছি সেই পুরানো দিনগুলোকে । এখন আর আগের মত ইচ্ছে করে না। কিন্তু জানালার ফাঁক দিয়ে এই দৃশ্যগুলো দেখতে কারো খারাপ লাগার কথা না। দেখছি আর পুরানো দিনের কথা স্মরণ করছি। তারমধ্যে চারদিকে ব্যাঙের ডাক যেন আরেকটা নতুন মাত্রা যোগ করলো। বিলের দিকে তাকালে শাপলা ফুল যেন পুরো বিলটাকে সাজিয়ে রেখেছে। কেউ কেউ আবার নৌকা নিয়ে মাছ ধরছে। পানিতে ডুব দিয়ে মাটি কাটার দৃশ্যটা যেন আরো অপরুপ।দেখলে অবিশ্বাস্য মনে হয়।কিভাবে সম্ভব পানির নিচ থেকে মাটির এত্ত বড় চাক তোলা। হ্যা তারা সেই দুস্কর কাজটাই অতি সুন্দর ভাবে করছে।সব মিলে অপরুপ লাগছে। আর শিতল আবহাওয়া চোখটা আস্তে আস্তে বুঁজে আসছে।