ভ্যাট প্রত্যাহার, ছাত্রদের আন্দোলনের নাম বাবাজি

আসিফ মাহবুব
Published : 14 Sept 2015, 06:48 PM
Updated : 14 Sept 2015, 06:48 PM

আচ্ছা, সরকার জনগনের সেবক হওয়ার জন্য ক্ষমাতায় বসছে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথায় কথায় এই বুলি তার নিত্যসঙ্গী। কিন্তু কি দরকার ছিলো শির্ক্ষীদের উপর ভ্যাট আরোপ করার। তাদেরকে রাস্তায় নামিয়ে জনগনের ভোগান্তি বৃদ্ধি করার। আপনাদের কি মনে নেই শিক্ষার্থীরা বাংলার মাটিতে যে আন্দোলনই করেছে তারা সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যায়নি?  ৫২,৭১ সকল আন্দোলনে তাদের ভূমিকা অনিষিকার্য। এবারও তারা
তাদের দাবিকে বাস্তবায়ন করেই ঘরে ফিরে গেছে।

এই জন্য একটা কথা আছে-করিয়া ভাবিওনা কাজ,ভাবিয়া করিও। কোন কাজ করার আগে বিষদ ভাবা উচিৎ। মেন্টালদেরকে মন্ত্রী হলে যা হয় আরকি।তাই হচ্ছে। ৪০০ কোটি টাকা কিছু না, শিক্ষার উপর ভ্যাট আরোপ।আর কত পাগলামি করলে তাকে সরানো হবে জানিনা। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছে,পদমর্যাদা বৃদ্ধির দাবিতে। গড়িমাসি না করে দ্রুত মেনে নাও। আমাদেরকে মুক্তি দাও। ক্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ করে দাও।সেশন জটে আমাদেরকে পেলো না।
রানা প্লাজা জামাত, শিবির ধাক্কা দিয়ে পেলে দিছে।এই জাতীয় পাগলগুলোকে মন্ত্রীপরিষদ থেকে দ্রুত ছাঁটাই করো। তাহলেই দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব।