জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৪৪তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যেগে চাঁদপুর জেলা ছাত্র-কল্যান সমিতির নতুন করে পথচলা শুরু হয়েছে। আজ (২ জুন) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এক সভার মাধ্যমে এর সাংগঠনিক কর্মকান্ড শুরু হয়। এসময় চাঁদপুর জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় আগমী দিনে চাদঁপুর জেলা সমিতিটি কিভাবে শিক্ষার্থীদের কল্যানে কার্যকর ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চারুকলা বিভাগের মুমু, রানা, পরিবেশ বিজ্ঞান বিভাগের মিরন, অয়ন, ফিনেন্স এন্ড ব্যাংকিং বিভাগের তারক, রসায়ন বিভাগের মেহদী, প্রত্নতত্ত্ব বিভাগের হাসান, ইতিহাস বিভাগের মাহবুব প্রমুখ।
পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে।