ক্যাফেইয়ার্ড: বাংলাদেশে নতুন পূর্ণাঙ্গ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট

মাহবুব হক
Published : 21 Oct 2011, 11:37 AM
Updated : 21 Oct 2011, 11:37 AM

সামাজিক যোগাযোগের জন্য আমরা অনেকেই ফেসবুক বা টুইটারের মত ওয়েবসাইটগুলো ব্যবহার করি। বর্তমান সময়ে একে অপরের সাথে যোগাযোগের সবচেয়ে দ্রুত ও সহজ মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মত চালু হল পূর্ণাঙ্গ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট www.cafeyard.com। সামাজিক নেটওয়ার্কিং এর সকল সুবিধা সহ এই ওয়েবসাইটে আরও বিশেষ কিছু ফিচার রাখা হয়েছে। এখানে ওয়াল পোষ্টিং, চ্যাট, ফটো ও ভিডিও শেয়ারিং, গ্রপ, ইভেন্ট ইত্যাদির পাশাপাশি বিশেষ ফিচারগুলোর মধ্যে আছে ব্লগ জোন, বাই এন্ড সেল জোন, ইমার্জেন্সি কন্টাক্টস, ব্লাড ব্যাংক ইত্যাদি। সাইটটিতে ব্যবহারকারীর গোপনীয়তাও বেশ ভাল।

সব মিলিয়ে এটি আমাদের জন্য একটি সুখবরই বটে। বলা যায় এখন আমরা আর পিছিয়ে নেই। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এখন থেকে আমরা আমাদের দেশীয় ওয়েবসাইটই ব্যবাহার করতে পারছি।