অনলাইনে বাংলাদেশ ডাকঘরের গুরুত্ব : ই-কমার্সে সরকারি ডাকব্যবস্থা দরকার

মাহবুব নেওয়াজ
Published : 11 Sept 2015, 08:42 AM
Updated : 11 Sept 2015, 08:42 AM


ডাকঘর ব্যবস্থার উন্নয়নের কারণে ভারতের সরকার অনেক অর্থ অর্জন করতে পাচ্ছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোক্তাগণ পাচ্ছেন তার চাহিদামাফিক পণ্য দোরগোড়ায়। মোবাইল ফোন, পোশাক, ঘরের আসবাবপত্র, ঔষুধ, খাবার ইত্যাদি সবকিছুই এখন অনলাইনে অর্ডার দিলে ডাকঘরের সহায়তায় পাওয়া যাচ্ছে।
বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে বর্তমানে দেশে বেশ কয়েকটি ই-কমার্স সাইট গড়ে উঠেছে। কুরিয়ার সার্ভিসগুলোর সীমাহীন সমস্যার কারণে অনেকেই ক্রেতার ঠিকানায় সময়মত পণ্য পৌঁছে দিতে পারেনা্। বাংলাদেশ ডাকঘর এসব সীমাবদ্ধতা কাটিয়ে হতে পারে ই-কমার্স উন্নয়নের অগ্রদূত। বাংলাদেশ ডাকঘরের শাখা দেশের সব উপজেলাতেই আছে। ডাকঘরের পার্শ্বেল সার্ভিসও উন্নতমানের। তবে এক্ষেত্রে প্রয়োজন পার্শ্বেল পৌঁছানোর সময়ের দ্রুতশীলতা্। পার্শ্বেল ডেলিভারীর জন্য বাংলাদেশ ডাকের নিয়োগ করতে হবে আরোও অনেক লোকবলের।
বাংলাদেশ ডাকঘর বিভিন্ন সমস্যার কারণে প্রায়ই বিলুপ্তির পথে। ডাকঘরের পার্শ্বেল সার্ভিসে যদি দ্রুততা আনয়ন করা যায় তাহলে বাংলাদেশের সরকার অনেক অর্থ উপার্জন করতে পারবে।
মাহবুব নেওয়াজ, চট্টগ্রাম।
E-mail: mahbubnewazmunna@gmail.com