দেখুন তো এদের চিনতে পারেন কিনা?

ফিউজিটিভ
Published : 31 Oct 2011, 01:13 AM
Updated : 31 Oct 2011, 01:13 AM

শায়েস্তাখানের আমলে নাকি টাকায় আট মন চাল পাওয়া যেত। সে হিসাবে এর বিনিময়ে প্রায় চার কেজি চাল পাওয়া যেত তখন। আর এখন?

বেশ কয়েক বছর আগে শুধুমাত্র ভিক্ষা দেবার প্রয়োজনে ক্ষুদ্র ব্যবসায়ী (দোকানদার) দের মাঝে এদের ব্যবহার ছিল। এখন কোথাও ব্যবহৃত হয় কি?

এরা স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারিয়েছে আগেই। ভিক্ষুকেরাও নিতে আগ্রহী হয় না এখন। বিলীন হতে আর কতদিন বাকী?

দ্রব্য মুল্যের উর্ধগতির কারনে এরা আর কতদিন টিকে থাকবে বলে মনে হয়?