আমাদের মূল্যবোধের খুঁটিগুলো ক্রমেই হেলে পড়ছে

মাহবুবুল আলম
Published : 29 July 2012, 05:59 AM
Updated : 29 July 2012, 05:59 AM

পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রেই আমাদের মূল্যবোধের খুঁটিগুলো হেলে পড়ছে । এটিকে নদী ভাঙনের সাথে তুলনা করলেও ভুল হবেনা । পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে যেমন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ভেজাল ও নকল পণ্যসামগ্রী বিক্রি করে মানুষকে ঠকাচ্ছে, তেমিনভাবে অফিস-আদালতে ঘুষবাণিজ্যের জমজমাট খেলা চলছে। পত্র-পত্রিকার খবর থেকে জানা গেছে, আগে ঈদকে সামনে রেখে রাজধানীর মার্কেটগুলোতে রাতের আধাঁরে রমরমা বাণিজ্য চললেও বর্তমানে প্রকাশ্য দিবালোকে চোরাই কারবার চলছে, এবং তা চলেছ পুলিশের নাকের ডগায়।

এ তো গেল এক দিক, অন্যদিকে সামাজিক অবক্ষয়ের কারণে পুত্রের হাতে পিতা খুন, ছেলের হাতে মা খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, ভাইয়ের হাতে ভাই খুনসহ নানা ধরনের খুনখারাবীতে প্রতিদিন কত মানুষ যে অকালে প্রাণ হারাচ্ছে তার কথা বলেতো শেষ করা যাবেনা। মোবাইল সংস্কৃতির কল্যাণে পরকীয়া, ইভ টিজিং এর পাশাপাশি এডাম টিজও চলছ সমানভাবে। এভাবে আমাদের মূল্যবোধের খুঁটিগুলো ধ্বংস হয়ে যেতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব ?