কেউ আইনের উর্ধ্বে নয়

মাহবুবুল আলম
Published : 16 May 2012, 04:10 PM
Updated : 16 May 2012, 04:10 PM

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলের ছোট বড় সব নেতা বুঝিনা, সবার ক্ষেত্রেই আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। বড় দলের বড় নেতা হলেই যে তিনি যা খুশি তা ই করবেন তা কখনো হতে পারেনা। রাজনীতিবিদরা যদি মনে করে থাকে দেশটা তাদের …তালুক তা হলে তারা ভুল করবেন; `কেননা জনগণের মাইর,দুনিয়ার বাইর।' শেষ বিচারের চাবি-কাঠি জনগণের হাতেই। রাজনীতির নামে আপনাদের ভ্যান্ডালিজম দেশের মানুষ কিছুতেই মেনে নিতে পারেনা। গণতান্ত্রিক আধিকারের নামে আমাদের অধিকার হরণের কোন অধিকার আপনাদের নেই। হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও মানুষ হত্যা গুম বাদ দিয়ে নির্বাচনের জ্ন্য প্রস্তুতি নিন। নির্বাচনে যে দলই জিতুক সে-দলকেই আমরা অভিনন্দন জানাবো। তাই সবাইকেই বলি নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরে আসুন দয়া করে। জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন।