অ্যাভেঞ্চারিজম ও আমাদের বর্তমান প্রজন্ম

মাহবুবুল আলম
Published : 9 June 2012, 12:19 PM
Updated : 9 June 2012, 12:19 PM

আমাদের বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা ইদানিং এতটাই অ্যাডভেঞ্চার হয়ে ওঠেছে যে মাত্রাতিরিক্ত এডভেঞ্চার প্রিয়তার কারণে অনেক সময় প্রাণ হারাতে হচ্ছে এবং প্রায়ই সংবাদের শিরোনাম হচ্ছে। এমনই অনাকাঙ্ক্ষিত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে গতকাল ৮ জুন ২০১২ মৌলভীবাজার জেলার পর্যটন কেন্দ্র মাধবকুন্ড জল প্রপাতে। মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে এসে ৩ বন্ধুর সলিলসমাধি হয়েছে জলপ্রপাতে। খবরে প্রকাশ ঢাকার মিরপুরের ৮ বন্ধু মিলে মাধবকুন্ড জলপ্রপাত দেখতে আসে। এদের মধ্যে ৩ বন্ধু অতিমাত্রায় এডভেঞ্চার দেখাতে যেয়ে সতর্কতা সংকেত প্রদর্শনকারী রশি অতিক্রম করে গভীর পানিতে নামার পর পরই পানিতে তলিয়ে যায়। শুরু হয় দর্শনার্থীদের আর্ত চিৎকার । তাদের উদ্ধারের সব চেষ্টা ব্যর্থ হবার পর খবর দেয়া হয় বড়লেখা থানা পুলিশকে। পুলিশ এসে বিকেল সাড়ে ৫টায় তাদের মৃতদেহ উদ্ধার করে। আমাদের দেশে প্রতি বছরই এমন এক দুটি দুঃখজনক ঘটনা ঘটে থাকে। পার্বত্য এলাকায় পাহাড় চড়তে গিয়ে বা উত্তাল সমুদ্রে সার্ফিং করতে যেয়ে বা ভরা কাটাল অথবা জোয়ারের সময় এডভেঞ্চার দেখাতে সমুদ্রে সাঁতার কাটতে যেয়ে প্রতি বছরই অকালে কত প্রাণ ঝরে যায়। এডভেঞ্চার দেখাতে যেয়ে যারা প্রাণ হারান তারা কোনো দিনই জানবেনা তাদের হারিয়ে পরিবারের মানুষ ও স্বজনেরা কতটা দুঃখ, কষ্ট ও হাহাকারের মাঝে জীবন কাটাতে হয়, আর জীবনে কত বড় ক্ষত নিয়ে জীবন কাটাতে হয় তাদের মা-বাবাকে। নতুন প্রজন্মের এডভেঞ্চারিজমের কারণে পরিবারের অপূরণীয় ক্ষতির সাথে সাথে ক্ষতি হয় দেশ জাতিরও। এটা কী ভেবে দেখবে না? এটা ভাবা কি তাদের উচিত নয়। আশা করি এভাবে এডভেঞ্চারিজমের শিকার হয়ে আমাদের আর কোনো সন্তান অকালে হারিয়ে যাবেনা আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে !!!!!!!!!!!!!!!!!!!