অসহায় ছেলেটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন

অতিসাধারন না কি অসাধারন
Published : 13 Dec 2012, 05:12 AM
Updated : 13 Dec 2012, 05:12 AM


মোঃ তানভীর উল ইসলাম তানবীর (নাফি) গত ৫ই ডিসেম্বর, ২০১২ ইং তারিখে তার নিজ বাড়ি হবিগন্জ জেলার চুনারুঘাট থানার আসামপাড়া (গাজিপুর ইউপি) হতে হারিয়ে গেছে। তানবীর এর বয়স আনুমানিক ১২ বছর, তার উচ্চতা আনুমানিক ৪ ফুট এবং গায়ের রং ফর্সা। সে মোটামোটি ভালভাবে হবিগন্জ এর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে, কিন্তু পড়া-লেখা করছে ৩য় শ্রেণীতে। বিভিন্ন দৈনিক পত্রিকা এবং টেলিভিশনে বিজ্ঞপ্তি দিয়েও এ ব্যাপারে কোন খোঁজ-খবর এখন পর্যন্ত পাওয়া যায় নি। ২০০৯ সালে তার বাবা মারা যান। তার পর থেকে তার একমাত্র বোন এবং তাকে নিয়ে তার মায়ের সংসার। অনেক কষ্ট করে তার মা, তাদেরকে নিয়ে সংসার চালাচ্ছেন। এ অবস্থায় তানবীর হারিয়ে যাওয়াতে তার মা একদম শয্যাশায়ী। তার বোন নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিচ্ছিল। কিন্তু এতো বড় দুর্ঘটনা তার পরীক্ষায় নিশ্চিত ভাবেই খারাপ প্রভাব ফেলছে। থানায় মামলা করে এখন পর্যন্ত কোন উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়নি। তাছাড়া বর্তমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশ বিষয়টিতে তেমনভাবে মনোযোগও দিতে পারছে বলে মনে হয় না। মফস্বল অঞ্চলের ঘটনা বলে, সংবাদপত্রগুলোতেও বিষয়টি আসেনি। দৈনিক পত্রিকা এবং টিভিতে নিজেদের টাকা খরচ করে শুধুমাত্র বাণিজ্যিক বিজ্ঞাপনই প্রকাশ করা হয়েছে। এ অবস্থায় ব্লগার বন্ধুদের নিকট বিনীত অনুরোধ আপনারা ব্লগটির বিস্তৃতি ঘটিয়ে ছেলেটিকে খোঁজে পেতে সহযোগিতা করুন। যেকোন প্রয়োজনে নিচের মোবাইল নাম্বারে (০১৮১৪৭৩৪০৬৫) অনুগ্রহ করে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।